সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় শুধুমাত্র এই ব্যাটসম্যান কখন বাইশ গজে ঝড় তুলবেন, সেই অপেক্ষায় থাকতেন ক্রিকেটপ্রেমীরা। আর এবার সেই ক্রিস গেইলকেই কিনা কোনও দল নেওয়ার আগ্রহই দেখাচ্ছিল না। দিনের শেষে থার্ড টাইম লাকি হয়ে দল পেলেন ক্যারিবিয়ান তারকা। ২ কোটি টাকা দিয়ে তাঁকে কিনে নিল প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব। দ্বিতীয় দিন আইপিএল-এ ঠাঁই পেলেন মুরলী বিজয়ও। চেন্নাই সুপার কিংস কিনল তাঁকে। কিন্তু শেষ দিনও শ্রীলঙ্কান ফাস্ট বোলার লসিথ মালিঙ্গার ভাগ্যের শিঁকে ছিঁড়ল না।
[আইপিএল নিলাম: অলরাউন্ড পারফরম্যান্সেই সবথেকে দামি স্টোকস]
তবে এদিন বেঙ্গালুরুর নিলামের আসরে নজর কাড়লেন এক নেপালি ক্রিকেটার। নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে বিক্রি হলেন সন্দীপ লামিছানে। ২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন এই লেগ-স্পিনার। ১৭ বছরের বোলারকে ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস। মিচেল স্যান্টনারকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে পেল চেন্নাই। বদ্রীনাথ স্রানকে ২ কোটি ২০ লক্ষ টাকায় কিনল পাঞ্জাব। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে প্রীতি জিন্টাকে এ বছর দুর্দান্ত দল সাজিয়েছেন, তা বেশ স্পষ্ট। ৭.২ কোটি টাকা দিয়ে অজি তারকা অ্যান্ড্রু তায়কে দলে নিল তারা। বাংলার শ্রীবৎস গোস্বামীকে এবার দেখা যাবে হায়দরাবাদের জার্সি গায়ে। এক কোটি টাকায় বিক্রি হলেন তিনি। তবে এদিন সবচেয়ে দামি ভারতীয় হিসেবে বাজিমাত করলেন জয়দেব উনাদকাটই।
[রেকর্ড অঙ্কে বিক্রি হলেন জয়দেব উনাদকাট, মনোজের থেকে মুখ ফেরাল কেকেআর]
দক্ষিণ আফ্রিকায় ভারতের বিরুদ্ধে টেস্টে হাত ঘুরিয়ে দারুণ পারফর্ম করেছেন এগিরি। তবে আইপিএল-এ বিশেষ দাম পেলেন না তিনি। ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনে নিল চেন্নাই। ১ কোটি ৪০ লক্ষ টাকা দাম পেলেন বোলার নমন ওঝা। গেলেন দিল্লির দলে। ১ কোটি ৭০ লক্ষ টাকার বিনিময়ে এবার বেঙ্গালুরুর হয়ে খেলবেন পার্থিব প্যাটেল। ১ কোটির বিনিময়ে টিম সাউদিকেও তুলে নিল আরসিবি। আইপিএল-এর গত মরশুমে ১২ কোটি টাকা দাম পেয়ে ক্রিকেটমহলকে চমকে দিয়েছিলেন ইংল্যান্ডের বোলার তাইমাল মিলস। কিন্তু অদ্ভুতভাবে এবার কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে দলে নিল না।
যে ভারতীয়রা দল পেলেন না:
বরুণ অ্যারণ, অমিত মিশ্র, রজত ভাটিয়া।
যে বিদেশিরা দল পেলেন না:
কুশল পেরেইরা, ডেভিড উইলি, আন্দ্রে ফ্লেচার, লসিথ মালিঙ্গা, তাইমাল মিলস, জ্যাসন হোল্ডার, থিসারা পেরেইরা, ডেল স্টেইন, শন মার্শ, লেন্ডন সিমন্স, কোরি অ্যান্ডারসন, মার্টিন গাপ্তিল।
এক নজরে দেখে নিন কেমন দল সাজাল কেকেআর:
রাসেল, নারিন, স্টার্ক, লিন, কার্তিক, উথাপ্পা, জনসন, পীয়ূষ চাওলা, কুলদীপ, শুভমান গিল, ইশাঙ্ক জাগ্গি, নগরকোট্টি, নীতিশ রানা, বিনয় কুমার, অপূর্ব ওয়াংখাড়ে, রিঙ্কু সিং, শিবম মাভি, ক্যামেরন ডেলপোর্ট, জ্যাভন সিয়ারলেস।
বেঙ্গালুরুর আইপিএল নিলাম যখন ছোটপর্দায় জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে ঠিক তখনই গায়ক তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তীব্র নিন্দা করলেন এই নিলামের। সোশ্যাল মিডিয়ায় তিনি আইপিএল নিলামকে ‘অশ্লীল’ বলতেও ছাড়লেন না। বলেন, “বেশিরভাগ ক্রিকেটাররা এই অর্থের অর্ধেকেরও যোগ্য নন।” এর থেকে দেশের বিশেষ লাভ হবে বলেও মনে করছেন না তিনি।
[২০টি গ্র্যান্ড স্লামের মালিক হয়ে ইতিহাস গড়লেন ফেডেরার]
The post প্রীতি জিন্টার পাঞ্জাবে ঠাঁই হল গেইলের, দল পেলেন না মালিঙ্গা appeared first on Sangbad Pratidin.