shono
Advertisement
ISL

অচলাবস্থা কি কাটবে? বৈঠক চেয়ে ফেডারেশনকে চিঠি আইএসএল ক্লাবগুলির

চিঠিতে কী উল্লেখ করা হয়েছে?
Published By: Prasenjit DuttaPosted: 01:54 PM Nov 23, 2025Updated: 07:01 PM Nov 23, 2025

স্টাফ রিপোর্টার: শুক্রবারই সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও পি এস নরসিমার বেঞ্চ নির্দেশ দিয়েছিল দ্রুত ফেডারেশন, আইএসএল ক্লাব ও কেন্দ্রীয় সরকার, বিডিংয়ে আগ্রহী সংস্থাগুলোকে এক জায়গায় বসে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের রিপোর্টের ভিত্তিতে সমস্যা সমাধান করতে। কোর্টের নির্দেশের পরেই সময় নষ্ট না করে আইএসএল ক্লাবগুলো একত্রে ফেডারেশনকে বৈঠকে বসার জন্য চিঠি দিল।

Advertisement

আইএসএল ক্লাবের তরফে ওই চিঠিতে সই করেছেন এসসি দিল্লির কর্তা ধ্রুব সুদ। সেই চিঠিতে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে উল্লেখ করে বলা হয়েছে, কোর্টের নির্দেশমতো সবাইকে নিয়ে বৈঠকে বসে সমস্যার সমাধান করতে। চিঠিতে আইএসএল ক্লাবগুলোর তরফে লেখা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশমতো আইএসএল ক্লাব, ফেডারেশন, কেন্দ্রীয় সরকার, বিডিংয়ে আগ্রহী সংস্থাগুলিকে নিয়ে একজায়গায় বসে ঘরোয়া ফুটবলের পরিচালনা বিষয়ক ও বাণিজ্যিক দিকগুলো নিয়ে একটা সুষ্ঠু সমাধান বের করতে হবে। কোর্ট স্পষ্ট ভাবে জানিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের রিপোর্টের উপর পর্যালোচনা করে সমাধানসূত্র বের করতে। দু সপ্তাহের পর এই মামলার ফের শুনানি হবে। ৮ ডিসেম্বর ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এর আগেই পুরো বিষয়টি মিটিয়ে ফেলতে হবে। সমাধান সূত্র তৈরি হলে তা নিয়ে রিভিউয়ের কথাও লেখা হয়েছে আইএসএল ক্লাবগুলির চিঠিতে।

এই বার্তা দিয়েই ফেডারেশনকে উক্ত সংস্থা বা স্টেক হোল্ডারদের একত্রে করে একটি বৈঠক ডাকতে অনুরোধ করেছে আইএসএল ক্লাবেরা। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদেরও ডাকার কথা বলা হয়েছে। এই বৈঠকটি হলে সব পক্ষের তরফেই নিজেদের মতামত বিনিময়ের সুযোগ থাকবে বলে ক্লাবের তরফে জানানো হয়েছে ফেডারেশনকে।

ফেডারেশন আইএসএলের আয়োজনের জন্য নতুন সংস্থা চেয়ে বিড প্রক্রিয়া শুরু করলেও কোনও সংস্থা সেই বিড প্রক্রিয়ায় অংশ নেয়নি। তারপর ফেডারেশনের বিড ইভ্যালুয়েশন কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও একটি রিপোর্ট জমা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে। শুক্রবারই আইএসএল সেই মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতিদের জানিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী আইএসএলের এই সমস্যার পুরো বিষয়টি অবগত। দেশের সেরা ফুটবল প্রতিযোগিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার সচেষ্ট। তবে কেন্দ্র পুরো বিষয়টিতেই হস্তক্ষেপ করছে ফুটবলারদের স্বার্থে। তবে এটাও জানানো হয়েছে, ফিফার নিয়ম মেনেই সবকিছু পদক্ষেপ নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবারই সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও পি এস নরসিমার বেঞ্চ নির্দেশ দিয়েছিল দ্রুত ফেডারেশন, আইএসএল ক্লাব ও কেন্দ্রীয় সরকার, বিডিংয়ে আগ্রহী সংস্থাগুলোকে এক জায়গায় বসে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের রিপোর্টের ভিত্তিতে সমস্যা সমাধান করতে।
  • কোর্টের নির্দেশের পরেই সময় নষ্ট না করে আইএসএল ক্লাবগুলো একত্রে ফেডারেশনকে বৈঠকে বসার জন্য চিঠি দিল।
  • আইএসএল ক্লাবের তরফে ওই চিঠিতে সই করেছেন এসসি দিল্লির কর্তা ধ্রুব সুদ।
Advertisement