সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভাল টেস্টে দারুণ সফল অজিঙ্কে রাহানে (Ajinkay Rahane)। প্রাক্তন অজি তারকারা প্রশংসা করেছেন তাঁর। অস্ট্রেলিয়ার প্রাক্তন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer) সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দেওয়ার সময়ে, ২০২১-২২ সালের পুরনো প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন। জানিয়েছেন, সেবারের সিরিজ শুরুর আগে প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়ার (Steve Waugh) পরামর্শ বদলে দিয়েছিল রাহানেকে।
২০২১-২২ সালের বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের ঠিক আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ার পরামর্শ চান রাহানে। সেই সময়ে অস্ট্রেলিয়ার কোচ ছিলেন ল্যাঙ্গার। ২০১৮-১৯ মরশুমে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের কাছে হারের প্রায়শ্চিত্ত করার জন্য অস্ট্রেলিয়াকে তৈরি করছিলেন তিনি। ওয়ার পরামর্শ পেয়ে বদলে গিয়েছিলেন রাহানে। তা দেখা গিয়েছিল ২০২১-২২ সালের সিরিজে। মেলবোর্নে সেঞ্চুরি করেছিলেন রাহানে। কোহলি দেশে ফিরে আসার পরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ভারত টেস্ট সিরিজ জিতেছিল সেবার।
[আরও পড়ুন: চুপ, শব্দ কোরো না, লাবুশেন ‘ঘুমোচ্ছেন’! ‘জেগে উঠে’ কারণ জানালেন অজি তারকাই]
তিনি যে রাহানেকে পরামর্শ দিয়েছিলেন তা স্বীকার করে নিয়েছিলেন ওয়া। আর ওয়ার স্বীকারোক্তিতে প্রমাদ গুনেছিলেন ল্যাঙ্গার। অতীতের সেই গল্প প্রসঙ্গে প্রাক্তন অজি কোচ বলেন, ”সিরিজ শুরুর আগে আমার নায়ক স্টিভ ওয়া ফোন করে বলেছিলেন, আমি স্বচ্ছ থাকতে চাই। সততার সঙ্গে বলতে চাই রাহানের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। ওর মেন্টর হিসেবে কাজ করেছি। কিছু পরামর্শও দিয়েছি।” সেই রাহানেই ওভালে অস্ট্রেলিয়ার বোলারদের বিষ শুষে নেন। খাদের কিনারে দাঁড়িয়ে দলের ভাঙন রোধ করেন রাহানে। তাঁর দুর্দান্ত ডিফেন্স নজর কেড়েছে সবার। রিকি পন্টিং আলাদা করে উল্লেখ করেন রাহানের ইনিংসের।
অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েও শান্ত-স্থিতধী রাহানের ব্যাট কথা বলেছিল। সেই সিরিজ প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, ” বরফ শীতল একজন ক্রিকেটারকে দেখেছিলাম। রাহানের মধ্যে ধীর স্থির একজন ব্যাটসম্যানকে খুঁজে পেয়েছিলাম। স্টিভের কাছ থেকে যখনই শুনেছিলাম ওঁর পরামর্শ পেয়েছে রাহানে, তখনই লাল পতাকা উড়িয়ে দিয়েছিলাম।” সিরিজ শেষে প্রমাণিত হয়েছিল ল্যাঙ্গারের ভয় অমূলক নয়।