shono
Advertisement

Breaking News

মেসেজ করে উত্যক্ত করছেন শামি, যুবতীর অভিযোগে নেটদুনিয়ায় ঝড়

একটি স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোফিয়া নামের ওই যুবতী। The post মেসেজ করে উত্যক্ত করছেন শামি, যুবতীর অভিযোগে নেটদুনিয়ায় ঝড় appeared first on Sangbad Pratidin.
Posted: 01:09 PM Jul 10, 2019Updated: 03:18 PM Jul 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেমিফাইনালে প্রথম একাদশে দলে জায়গা হয়নি তাঁর। দুই পেসার নিয়েই দল সাজিয়েছেন বিরাট কোহলি। ক্রিকেটপ্রেমীদের চর্চায় এখন বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনাল। কিন্তু এসবের মধ্যেই শিরোনামে উঠে এলেন মহম্মদ শামি। তবে খেলার জন্য বা স্ত্রী হাসিন জাহানের জন্য নয়। এবার অন্য এক মহিলার সঙ্গে নাম জুড়ল তাঁর।

Advertisement

অনিশ্চয়তায় কালো মেঘে ঢেকেছে বিশ্বকাপের সেমিফাইনাল। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ভবিষ্যৎ এখনও বিশ বাঁও জলে। তারই মধ্যে শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও শামিকে প্রথম একাদশে না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু টুর্নামেন্টের মাঝেই সে আলোচনাকে ছাপিয়ে লাইমলাইটে চলে এসেছে বাংলার পেসারের ব্যক্তিগত জীবন। এক যুবতীর অভিযোগ, অকারণে মেসেজ পাঠিয়ে তাঁকে উত্যক্ত করার চেষ্টা করছেন শামি। একটি স্ক্রিন শটও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোফিয়া নামের ওই যুবতী। যেখানে দেখা যাচ্ছে, শামি তাঁকে ‘গুড আফটারনুন’ লিখে পাঠিয়েছেন। স্ক্রিন শটটি দিয়ে যুবতী লিখেছেন, ‘কেউ বলতে পারেন একজন জনপ্রিয় বোলার, যাঁর অনেক ফলোয়ার, তিনি আমাকে কেন মেসেজ করে চলেছেন?’ মেসেজটি সত্যিই শামি পাঠিয়েছেন কিনা, ‘সংবাদ প্রতিদিন’ তা যাচাই করেনি।

[আরও পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন?]

তবে এমন স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নেটিজেনদের নজর কাড়ে। শুরু হয় জল্পনা। সত্যিই কি তাহলে হাসিনকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চাইছেন শামি? সেই জন্যই এমনটা করছেন তিনি! টুর্নামেন্টের মাঝে শামির এই কাণ্ড নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। কিন্তু অনেকে আবার একহাত নিয়েছেন ওই যুবতীকেই। তাঁদের মতে, নেটদুনিয়ায় নজর কাড়তেই এমনটা করেছেন যুবতী। যদিও এনিয়ে শামি এখনও পর্যন্ত মুখ খোলেননি।

[আরও পড়ুন: কোচিংয়ে সাফল্যের পুরস্কার, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সর্বেসর্বা হলেন রাহুল দ্রাবিড়]

The post মেসেজ করে উত্যক্ত করছেন শামি, যুবতীর অভিযোগে নেটদুনিয়ায় ঝড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement