shono
Advertisement
South Africa

এক ক্যাচেই কোটিপতি! গ্যালারি থেকে ক্রিকেটারদের সমান রোজগার দর্শকের, ভাইরাল ভিডিও

রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওই ক্রিকেটপ্রেমী।
Published By: Anwesha AdhikaryPosted: 06:31 PM Dec 28, 2025Updated: 06:31 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে গিয়েছিলেন প্রিয় দলের জয় দেখতে। কিন্তু বাড়ি ফিরলেন কোটিপতি হয়ে! এমনই অনন্য অভিজ্ঞতা হল দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটপ্রেমীর। শুক্রবার তিনি গিয়েছিলেন এমআই কেপ টাউন বনাম ডারবান সুপার জায়ান্টসের ম্যাচ দেখতে। কিন্তু রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন ওই ম্যাচ থেকে ১.০৭ কোটি টাকা জিতে।

Advertisement

শুক্রবার থেকে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার লিগ SA20। উদ্বোধনী ম্যাচে খেলতে নামে কেপ টাউন এবং ডারবান। সেই ম্যাচে আগুনে ফর্মে ছিলেন কেপ টাউন ব্যাটার রায়ান রিকলটন। মাত্র ৬৫ বলে ১১৩ রান আসে এই প্রোটিয়া তারকার ব্যাট থেকে। ১১টি ছক্কা, পাঁচটি চার মারেন। ২৩২ রানের বিরাট টার্গেট তাড়া করতে নেমে রিকলটনের ইনিংসই আশা বাঁচিয়ে রেখেছিল কেপ টাউন শিবিরে। শেষ পর্যন্ত জলে যায় এমন ঝোড়ো ইনিংস। ১৫ রানে হারে কেপ টাউন।

তবে রিকলটনের মুখে হাসি না ফুটলেও তাঁর ব্যাটিং তাণ্ডবে ভাগ্য খুলে গেল এক ক্রিকেটপ্রেমীর। এবার SA20 লিগে দর্শকদের জন্য রয়েছে এক দারুণ প্রতিযোগিতা। দর্শকাসনে উড়ে আসা কোনও ছক্কা যদি কোনও দর্শক একহাতে নিখুঁতভাবে ক্যাচ নিতে পারেন, তাহলে ওই দর্শকের জন্য থাকছে বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার। একটা ক্যাচ ধরলে তার জন্য ২ মিলিয়ন র‍্যান্ড পুরস্কার মিলবে, ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা।

দর্শকদের এই প্রতিযোগিতাতেই রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওই ক্রিকেটপ্রেমী। তাঁর পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি, তবে তাঁর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। ১৩তম ওভারের চতুর্থ বলে রিকলটনের হাঁকানো ছক্কা উড়ে যায় গ্যালারির দিকে। অনেকেই ক্যাচ ধরার চেষ্টা করছিলেন। কিন্তু ওই ক্রিকেটপ্রেমী অপেক্ষাকৃত শান্তভাবে বাঁহাতে ধরে ফেলেন ক্যাচ। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার থেকে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার লিগ SA20। উদ্বোধনী ম্যাচে খেলতে নামে কেপ টাউন এবং ডারবান।
  • দর্শকাসনে উড়ে আসা কোনও ছক্কা যদি কোনও দর্শক একহাতে নিখুঁতভাবে ক্যাচ নিতে পারেন, তাহলে ওই দর্শকের জন্য থাকছে বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার।
  • দর্শকদের এই প্রতিযোগিতাতেই রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওই ক্রিকেটপ্রেমী। তাঁর পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি।
Advertisement