সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাচ নিতে গিয়ে ভয়ংকর চোট পেয়েছিলেন। অনুমান করা হয়েছিল, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত তিনমাস সময় লাগবে। কিন্তু দু'মাসের মধ্যেই ফিট হয়ে গেলেন শ্রেয়স আইয়ার। নতুন বছরের শুরুতেই তিনি মাঠে নামতে পারেন বলেই আশাবাদী তাঁর ঘনিষ্ঠমহল।
গত ২৩ ডিসেম্বর থেকেই নেটে ব্যাটিং শুরু করেছিলেন শ্রেয়স। দিনকয়েক পরে তিনি যান বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে শ্রেয়সের চোটের পরিস্থিতি এবং নেটে তাঁর ব্যাটিং-দু'টোই পরীক্ষা করে দেখা হয়। সূত্রের খবর, দুটোর রিপোর্টই সন্তোষজনক। নতুন বছরের শুরুতেই মাঠে নেমে পড়বেন তারকা ব্যাটার। খুব শীঘ্রই নীল জার্সিতেও ফিরবেন ভারতীয় দলের সহ অধিনায়ক।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা শ্রেয়সের ফিটনেসের দিকে নজর রাখছেন। ওই কর্তার কথায়, "শ্রেয়সকে নিয়ে আমরা যথেষ্ট ইতিবাচক খবর পেয়েছি। আগামী ৩ এবং ৬ জানুয়ারি ওকে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা যেতেই পারে। তবে এখনও সেন্টার অফ এক্সেলেন্সের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ও জয়পুরে গিয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে পারে বলেই আমাদের বিশ্বাস। নেটে ব্যাট করার সময়ে ওর একেবারেই অস্বস্তি হচ্ছে না।"
আগামী ৩ এবং ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে খেলার ধকল সামলে নিতে পারলেই সহ অধিনায়কের জাতীয় দলে প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ। সেই সিরিজেই শ্রেয়সের প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল। আপাতত যা খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত সেন্টার অফ এক্সেলেন্সে থাকবেন শ্রেয়স। সব রিপোর্ট ঠিকঠাক থাকলে আগামী ২ জানুয়ারি জয়পুরে মুম্বই স্কোয়াডে যোগ দেবেন শ্রেয়স। অর্থাৎ নতুন বছরেই চোট সারিয়ে নতুন ইনিংস শুরু করবেন ভারতীয় ক্রিকেটের 'সরপঞ্চ'।
