সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) হাত থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করেন তিনি। বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছেন শামি। ২৪টি উইকেট নেন তিনি। মেগা টুর্নামেন্ট দুর্দান্ত বোলিংয়ের জন্য বিসিসিআই তাঁর নাম পাঠিয়েছিল অর্জুন পুরস্কারের জন্য।
অর্জুন হওয়ার পরে ভারতের তারকা পেসার আবেগপ্রবণ হয়ে এক বার্তা লিখেছেন সোশাল মিডিয়ায়। সেখানে তিনি তাঁর পরিবার, মা-বাবা, বন্ধুদের কথা উল্লেখ করেছেন। শামি লিখেছেন, ”এই পুরস্কারের জন্য ধন্যবাদ জানাই। এর গুরুত্ব আমার কাছে অপরিসীম। এই সম্মান পাওয়ায় আমি কৃতজ্ঞ। একই প্যাশন নিয়ে এবং এখনকার থেকেও অতিরিক্ত উৎসাহ নিয়ে খেলতে আমাকে প্রেরণা জোগাবে এই সম্মান। অর্জুন পেয়ে আমি সম্মানিত। দারুণ এক ছেলেবেলার জন্য আমি গর্বিত। এই বিশ্বব্রহ্মাণ্ডের সেরা মা-বাবা আমাকে বড় করে তুলেছেন। স্বার্থত্যাগ, সমর্থন, ভালোবাসা এবং স্নেহের জন্য আমার পরিবারের সদস্য, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ জানাই। আমার পাশে থাকুন। একই ভাবে ভালোবেসে যান।”
[আরও পড়ুন: কে বিরাট কোহলি! চিনতেই পারলেন না রোনাল্ডো! রইল সেই ভাইরাল ভিডিও]
অর্জুন সম্মান পাওয়ার অব্যবহিত পরে ভারতের তারকা পেসারকে বলতে শোনা গিয়েছিল, “দেশের প্রতিটি ছেলে ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখে। আমি ব্যতিক্রম নই। তবে একাধিক ক্রীড়াবিদ অনেক চেষ্টা করেও, অর্জুন পুরস্কার হাতে পায় না। অনেকের গোটা একটা জীবন কেটে যায় তবুও এই সম্মান জিততে পারে না। এই পুরস্কার আমার কাছে অনেক বড় সম্মান।”