shono
Advertisement
Mohun Bagan

ইরানে খেলতে না যাওয়ায় নির্বাসিত মোহনবাগান, সঙ্গে বিপুল জরিমানাও

গত সেপ্টেম্বর মাসে সেপাহান এসসি’র বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান।
Published By: Anwesha AdhikaryPosted: 06:24 PM Dec 17, 2025Updated: 07:51 PM Dec 17, 2025

দুলাল দে এবং শিলাজিৎ সরকার: এএফসিতে বড়সড় শাস্তি পেল মোহনবাগান। ২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে শুভাশিস বোসদের। সেই সঙ্গে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানাও দিতে হবে ক্লাবকে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে সেপাহান এসসি’র বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সেকারণেই শাস্তির কবলে মোহনবাগান।

Advertisement

গত ৩০ সেপ্টেম্বর গ্রুপ সি'তে থাকা সেপাহান এফসির বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল মোহনবাগানের। কিন্তু ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে করার আবেদনও জানিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। এমনকী সবুজ-মেরুনের ফুটবলাররা এই নিয়ে সরবও হয়েছেন। যদিও এএফসি এই আবেদনে সাড়া দেয়নি। ইরানে খেলতে যায়নি মোহনবাগানও। এএফসির তরফ থেকে সেসময় জানানো হয়, এবারের মতো সবুজ মেরুনের সমস্ত পয়েন্ট কেড়ে নেওয়া হবে।

বুধবার এএফসির তরফ থেকে জানানো হয়েছে, মোহনবাগানকে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা মেটাতে হবে। নির্দেশ জারির ৩০ দিনের মধ্যেই জরিমানার অর্থ জমা দিতে হবে এএফসির কাছে। সেই সঙ্গে আগামী দুই মরশুমের জন্য এফসির ক্লাব প্রতিযোগিতাগুলি থেকেও নির্বাসিত করা হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। চলতি বছরের এসিএল ২ খেলে এএফসি থেকে যা অর্থ পেয়েছে মোহনবাগান, আগামী ৩০ দিনের মধ্যে সেটাও ফেরত দিতে হবে।

প্রসঙ্গত, গতবারও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল মোহনবাগানকে। ট্রাক্টর এফসি ম্যাচ খেলতে যাওয়ার আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেবার ইরানে যায়নি মোহনবাগান। এর জন্য এসিএল ২-এর বাকি ম্যাচে আর খেলা হয়নি তাদের। এবছরও ইরানের পরিস্থিতিতে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল ম্যানেজমেন্ট। তাই ঝুঁকি নেওয়া হয়নি ক্লাবের তরফে। সেকারণেই শাস্তি পেতে হল মোহনবাগানকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ৩০ সেপ্টেম্বর গ্রুপ সি'তে থাকা সেপাহান এফসির বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল মোহনবাগানের।
  • বুধবার এএফসির তরফ থেকে জানানো হয়েছে, মোহনবাগানকে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা মেটাতে হবে।
  • গতবারও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল মোহনবাগানকে। ট্রাক্টর এফসি ম্যাচ খেলতে যাওয়ার আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেবার ইরানে যায়নি মোহনবাগান।
Advertisement