সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সতীর্থর ব্যাগ থেকে টাকা হাতিয়ে পালালেন পাকিস্তানের বক্সার (Pakistan Boxer)। যা নিয়ে প্রবল আলোড়ন তৈরি হল। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় খেলতে গিয়ে টাকা নিয়ে পালানোর নজির স্মরণকালের মধ্যে মনে পড়ার কথা নয়। পাক বক্সারের এহেন কাণ্ডের পরে সবাই বলতে শুরু করে দিলেন, এমন ঘটনা কেবল পাকিস্তানেই সম্ভব!
পাকিস্তানের উদীয়মান বক্সার হিসেবে পরিচিতি রয়েছে জোহেব রশিদের (Zohaib Rasheed)। অলিম্পিকে ছাড়পত্র জোগাড় করার টুর্নামেন্টে নামার জন্য ইটালি গিয়েছিলেন রশিদ। পাক অ্যামেচার বক্সিং ফেডারেশনের তরফে এক সিনিয়র আধিকারিক জানান, ইটালির পাকিস্তানি দূতাবাসে গোটা বিষয়টা জানানো হয়েছে। পুলিশে রিপোর্টও করা হয়েছে।
[আরও পড়ুন: ফিরল বিশ্বকাপের ‘টাইমড আউট’ বিতর্ক, শরিফুলের উদযাপন নিয়ে জোর চর্চা]
জোহেব রশিদ যে ঘটনা ঘটিয়েছেন, তাতে মুখ পুড়েছে পাক বক্সিং ফেডারেশনের সঙ্গে জড়িত কর্তাব্যক্তিদের। জাতীয় ফেডারেশনের সচিব কর্নেল নাসির আহমেদ জানান, ”জোহেব রশিদ যে কাণ্ড ঘটিয়েছে, তাতে ফেডারেশন এবং দেশের জন্য অত্যন্ত বিরক্তিকর। অলিম্পিকে যোগ্যতা অর্জনের ছাড়পত্র জোগাড় করার জন্য ইটালিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে যোগ দিতে গিয়েছিল জোহেব। সেখানে গিয়েই এমন ঘটনা ঘটে।” পাঁচ সদস্যের দলের সদস্য হিসেবে ইটালিতে গিয়েছিলেন জোহেব।
গতবছর এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন জোহেব। জাতীয় বক্সিং ফেডারেশনের সচিব নাসির আহমেদ বলেছেন, ”মহিলা বক্সার লরা ইকরাম ট্রেনিংয়ে গেলে জোহেব ঘরের চাবি চুরি করে ভিতরে ঢুকে বিদেশি মুদ্রা চুরি করে হোটেল থেকে পালিয়ে যায়।”
[আরও পড়ুন: র্যাকেট তুলে রাখলেন সাই প্রণীত, মার্কিন মুলুকে শুরু করবেন নতুন ইনিংস]