সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি ক্রিকেটারদের (Pakistan Cricketers) কাঁধে সুটকেস, হাতে ব্যাগ। নিজেদের মাল নিজেরাই বহন করছেন পাক ক্রিকেটাররা। সিডনিতে নামার পরে পাক দলের এই ভিডিও দিনকয়েক আগেই ভাইরাল হয়েছিল।
এই প্রসঙ্গে এবার মুখ খুললেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। মাল বহন করার কারণ প্রসঙ্গে আফ্রিদি জানান, সময় বাঁচানোর জন্য ক্রিকেটাররা নিজেরাই নিজেদের মাল বহন করছিলেন। পরের বিমান ধরার জন্য মাত্র আধ ঘণ্টা সময় হাতে ছিল তাঁদের হাতে। পাক দল একটা পরিবারের মতো। সেই কারণেই একে অপরকে সাহায্য করার জন্যই এগিয়ে গিয়েছিলেন তাঁরা।
[আরও পড়ুন: কোপার ফাইনাল মেসির মায়ামিতে, বাকি ম্যাচগুলো কোথায়?]
আফ্রিদি বলেছেন, ”সময় বাঁচানোর জন্য আমরা নিজেরাই নিজেদের মালপত্র, কিট ব্যাগ ট্রাকে তুলছিলাম। কারণ আধ ঘণ্টা পরেই ছিল আমাদের পরের বিমান। সতীর্থরা বলছিল, দুটো ছেলে কাজ করছিল। ওরা ব্যস্ত ছিল। ওদের একটু সাহায্য করতে হবে। এর মধ্যে দ্বিতীয় কোনও ব্যাপার নেই।”
পাকিস্তানের ক্রিকেটাররা মাল বহন করছেন, এমন দৃশ্য দেখার পরে অনেকেই জল্পনা শুরু করেছিলেন সিরিজ চলাকালীনও কি নিজেদের মাল নিজেদেরই বইতে হবে রিজওয়ানদের? ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ।
[আরও পড়ুন: অনুষ্টুপের শতরান, বলে দাপট শাহবাজ-কৌশিকের, পাঞ্জাবকে ৫২ রানে উড়িয়ে নকআউটে বাংলা]