shono
Advertisement

নাইট রাইডার্স সম্পর্কে ভুল টুইট, নেটদুনিয়ায় হাসির খোরাক হলেন প্রীতি

কেন নেট দুনিয়ায় ভাইরাল হল প্রীতির টুইট?
Posted: 08:30 PM Sep 12, 2017Updated: 03:00 PM Sep 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন আর সিনেমায় সেভাবে অভিনয় করতে তাঁকে দেখা যায় না। আইপিএল শুরু হলেও তাঁর খবর মাঝেমধ্যে পাওয়া যায়। তিনি আর কেউ নন বলিউড অভিনেত্রী এবং আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা। কিন্তু সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের এক কীর্তির জন্য হাসির খোরাক হলেন। ভুল টুইট করে বসলেন শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স সম্পর্কে।

Advertisement

[বিশ্বকাপের জন্য ভোলবদল যুবভারতীর, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী]

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওয়সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়বার ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হয় শাহরুখ খানের দল। আর কিং খানের সঙ্গে প্রীতি জিন্টার মধুর সম্পর্কের কথা কারও অজানা নয়। তাই এক টুইটার ব্যবহারকারী প্রীতিকে জিজ্ঞাসা করেছিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের সিপিএল জয়কে আপনি কী চোখে দেখছেন? আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই ভুল করে বসেন বলিউড অভিনেত্রী। সাধারণত কোনও দলের জয় কামনা করে যা লেখা হয়, সেকথাই জবাবে বলে ফেলেন। লেখেন, ‘ত্রিনবাগো নাইট রাইডার্সের জন্য অনেক ভালবাসা রইল। আজকের এই ম্যাচের জন্য ওদের অনেক শুভেচ্ছা।’

আর এরপরই টুইটারে অনেকেই প্রীতির এই টুইটকে নানাভাবে বিদ্রুপ করেন। কেউ লেখেন, ‘ম্যাচ হয়ে গিয়েছে। আর ওরা জিতেও গিয়েছে।’ অপর একজন লেখেন, ‘ম্যাডাম আপনি দেরি করে ফেলেছেন। ওরা জিতেও গিয়েছে।’ আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘ম্যাচ শেষ হয়ে গিয়েছে। ত্রিনবাগো জিতে উঠেছে। জেগে উঠুন।’

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার