সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতের সেরা ব্যাটারদের তালিকায় অন্যতম নাম। দেশে-বিদেশে কঠিন সময়ে ক্রিজ কামড়ে থেকে বাঁচিয়েছেন ভারতীয় দলকে। প্রয়োজনে উইকেটকিপারের দস্তানা পরেও দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বোলিং করছেন রাহুল দ্রাবিড়? এমনটা চট করে মনে করতে পারেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এবার সেই দুর্লভ দৃশ্যই দেখা গেল ক্রিকেট মাঠে। হাত ঘোরালেন টিম ইন্ডিয়ার হেডস্যার। ভাইরাল হয়ে গেল সেই ভিডিও।
দক্ষিণ আফ্রিকা সফরে (India vs South Africa) গিয়েছে ভারতীয় দল। বক্সিং ডে টেস্ট শুরুর আগে বৃষ্টির কারণে খেলা পিছিয়ে যায়। সেই সময়েই ক্রিকেটারদের সঙ্গে নেমে পড়েন কোচ দ্রাবিড়ও। নেটে বোলিং করতে দেখা যায় তাঁকে। হেডস্যারের মিডিয়াম পেস বোলিং দেখে অবাক হয়ে যান বিরাট কোহলি-রোহিত শর্মারা। কোচকে বল করতে দেখে তাকিয়ে থাকেন জশপ্রীত বুমরাহর মতো তারকা পেসারও।
[আরও পড়ুন: যত ইতিহাস নিউজিল্যান্ডে! টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বাজিমাত বাংলাদেশের]
দ্রাবিড়কে বল করতে দেখে আগ্রহী হয়ে ওঠেন বিরাটও (Virat Kohli)। কোচের মতোই নেটে মিডিয়াম পেস বল করতে শুরু করেন। যদিও কোহলিকে সদ্যসমাপ্ত বিশ্বকাপে বল করতে দেখা গিয়েছিল। দীপাবলির দিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে বল করতে এসে উইকেটও পেয়েছিলেন তিনি। দ্রাবিড়ের পরে বিরাটের বোলিং দেখেও খুশি ক্রিকেটপ্রেমীরা।
রাহুল দ্রাবিড়ের বোলিং নিয়ে এখন আলোচনা হলেও, আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকবার হাত ঘোরাতে দেখা গিয়েছে তাঁকে। পাঁচবার উইকেটও পেয়েছেন কর্নাটকি ব্যাটার। ওয়ানডেতে চারটি উইকেট রয়েছে তাঁর খাতায়। টেস্টে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার রিডলি জ্যাকবসের উইকেট তুলে নিয়েছিলেন তিনি।