সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরটা এভাবে শেষ হবে, স্বপ্নেও বোধহয় কল্পনা করেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ (India vs South Africa) জয়ের স্বপ্ন নিয়ে পদার্পণ ঘটেছিল রোহিত-বিরাট কোহলি সমৃদ্ধ টিম ইন্ডিয়ার। কিন্তু সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৩২ রানে হার দেখিয়ে গেল ভারতীয় ব্যাটিংয়ের দুর্দশার ছবিটা।
টেস্ট হারের জন্য দলের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন ভারত অধিনায়ক। হিটম্যানের অকপট স্বীকারোক্তি, “দুই ইনিংসেই আমরা ভালো খেলতে পারিনি। বিশেষ করে ব্যাটিং। ব্যাটারদের শট নির্বাচনে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। প্রথম ইনিংসে আমরা টার্গেট-স্কোরের ধারেকাছে পৌঁছতে পারিনি। একমাত্র রাহুল প্রথম ইনিংসে দারুণ ব্যাট করেছে। কিন্তু টেস্ট জিততে গেলে য়ে দলগত পারফরম্যান্সের প্রয়োজন, তা তুলে ধরতে আমরা ব্যর্থ হয়েছি।”
[আরও পড়ুন: বর্ষবরণে করা যাবে না আনন্দ-উল্লাস, কড়া ফতোয়া পাকিস্তানে]
আর দ্বিতীয় ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয়? রোহিত বলেন, “দ্বিতীয় ইনিংসে একমাত্র বিরাট ভালো ব্যাট করেছে। বাকিরা প্রত্যাশাপূরণ করতে পারেনি। আসলে কন্ডিশনের সঙ্গে আমরা দ্রুত মানিয়ে নিতে পারিনি।” হারলেও দলের খেলায় ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন রোহিত। লজ্জার হারের পর তাঁর উপলব্ধি, “এই ধরনের পিচে কীভাবে ব্যাট করা উচিত, কেএল আর বিরাট তা দেখিয়েছে। আমাদের উচিত ওদের দেখানো পথ অনুসরণ করা। এই হার থেকে শিক্ষা নিয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।”