shono
Advertisement

এই বিষয়ে মাস্টার ব্লাস্টারের থেকে বিরাটকেই এগিয়ে রাখলেন ওয়ার্ন

কী বললেন প্রাক্তন অজি ক্রিকেটার? The post এই বিষয়ে মাস্টার ব্লাস্টারের থেকে বিরাটকেই এগিয়ে রাখলেন ওয়ার্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:50 PM May 14, 2018Updated: 06:20 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের খাতিরে আপাতত ভারতই সেকেন্ড হোম হয়ে উঠেছে প্রাক্তন অজি তারকা শেন ওয়ার্নের৷ আর এই টুর্নামেন্টে ভারতীয়দের পারফরম্যান্স যতই দেখছেন ততই ভালবেসে ফেলছেন৷ সবচেয়ে বেশি নজর কেড়েছে দু’টি জিনিস৷ প্রথমত, ভারতের ভাল স্পিনারদের পাশাপাশি পেস অ্যাটাকের উন্নতি৷ এবং দ্বিতীয়ত অবশ্যই দলের নেতা বিরাট কোহলি৷ ওয়ার্নের মতে, রান তাড়া করতে নেমে কোহলি যেভাবে খেলেন, তা হয়তো শচীন তেণ্ডুলকরও পারতেন না৷ অর্থাৎ রান তাড়ার ক্ষেত্রে মাস্টার ব্লাস্টারের থেকে ভারত অধিনায়ককেই এগিয়ে রাখছেন কিংবদন্তি অজি স্পিনার৷

Advertisement

[মুম্বইয়ের বিরুদ্ধে জিতেও শাস্তির মুখে রাহানে, গুণতে হল মোটা অঙ্কের জরিমানা]

ব্যাটসম্যান হিসেবে বিশ্ব ক্রিকেটমহল থেকে দরাজ সার্টিফিকেট পেয়েছেন কোহলি৷ এবার একই কথা শোনা গেল রাজস্থান রয়্যালসের কোচের মুখ থেকে৷ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা সব জায়গাতেই বিজয় ঝাণ্ডা উড়িয়েছে বিরাটের টিম ইন্ডিয়া৷ ওয়ার্ন তাই মনে করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজেও দলকে দায়িত্ব নিয়ে জেতাবেন কোহলিই৷ তিনি বলেন, “ইংল্যান্ডের মাটিতে এখনও হয়তো জয়ের স্বাদ পায়নি বিরাট৷ মনে হচ্ছে এ বছর সেই ইচ্ছেও পূরণ করে ফেলবে ও৷ ইংল্যান্ডে একটা অসাধারণ সিরিজ দেখার অপেক্ষায় রয়েছি৷ গত বছর অস্ট্রেলিয়ায় দুর্দান্ত খেলেছিল বিরাট৷ এখানেও সেই ঝলকই দেখা যাবে মনে হয়৷ ওর খেলা দেখতে দারুণ লাগে৷”

ওয়ার্নের মতে, বিশ্বের দু’জন ব্যাটসম্যানই সব ফরম্যাটে সমান পারদর্শী৷ যাঁদের মধ্যে একজন প্রোটিয়া তারকা এ বি ডিভিলিয়ার্স৷ এবং অন্যজন অবশ্যই বিরাট কোহলি৷ শুধু তাই নয়, ওয়ার্ন বলছেন, রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে বিরাটের জুড়ি মেলা ভার৷ অজি তারকার ব্যাখ্যায়, “ওর রানের গ্রাফ দেখলেই বোঝা যাবে ও কী মাপের ব্যাটসম্যান৷ ওয়ানডে-তে রান তাড়া করতে নেমে কতগুলো সেঞ্চুরি হাঁকিয়েছে বিরাট৷ ভাবাই যায় না যেন৷ আমার মনে হয় না, দুনিয়ায় কেউ, এমনকী শচীনও এ কাজ করতে পারতেন না। নিঃসন্দেহে শচীন ও ব্রায়ান লারা সর্বকালের সেরা ব্যাটসম্যান। তবে এ বি আর বিরাট অন্য মাপের। বিশ্বের যে কোনও ক্রিকেটারের সঙ্গে ওর তুলনা চলে৷ দুর্দান্ত ব্যাটসম্যান৷ খেলার প্রতি ওর ভালবাসা এবং এনার্জি আমায় মুগ্ধ করে৷ আমি নিশ্চিত, ১০ বছর পর বা তারও পরে ও যখন অবসর নেবে, তখন শচীনের মতোই প্রশংসা পাবে৷”

[চিকিৎসার জন্য ভারতে আসা হল না, প্রয়াত কিংবদন্তি পাক হকি তারকা মনসুর আহমেদ]

The post এই বিষয়ে মাস্টার ব্লাস্টারের থেকে বিরাটকেই এগিয়ে রাখলেন ওয়ার্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement