সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় সন্তানের মা হলেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)। ৪১ বছর বয়সে তাঁর কন্যা সন্তান হয়েছে। প্রাক্তন টেনিস তারকা তাঁর সন্তানের নাম দিয়েছেন আদিরা রিভার ওয়া নিয়ান। এর আগের কন্যা অলিম্পিয়ার জন্ম হয়েছে ছয় বছর আগে। সেরেনার স্বামী আলেক্সিস বলেছেন, আমাদের বাড়ি এখন ভালবাসায় পরিপূর্ণ। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে।
গত বছর ইউএস ওপেনের (US Open) সময় সেরেনা ঘোষণা করেন, তিনি টেনিস থেকে সরে যাচ্ছেন। তারপরেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। ছয় মাস আগে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে সেরেনা জানান যে তিনি সন্তান সম্ভবা। এমনকী ইন্টার মিয়ামির একটি ম্যাচও দেখতে গিয়েছিলেন তিনি। তখনও আলোচনা হতে থাকে কবে তাঁর সন্তান ভূমিষ্ট হবে। অবশেষে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক আবারও মা হওয়ার স্বাদ পেলেন।
[আরও পড়ুন: নির্বাসিত ভারতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে কড়া ভাষায় টুইট করলেন মমতা]
সেরেনাকে বলা হচ্ছে গ্রেটেস্ট মাদার অব অল টাইম। তিনি এই বয়সে মা হয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন। মার্গারেট কোর্টের থেকে মাত্র একটি খেতাব দূরে রয়েছেন আমেরিকান টেনিস কিংবদন্তি। অবশ্য অবসর নিয়ে নেওয়ায় সেই সম্ভাবনাও আর থাকছে না।
সেরেনার মা হওয়ার খবরে টেনিস মহলের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি আগামী জীবনের জন্য শুভকামনাও জানান।