সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস সাঁ জাঁর সঙ্গে আগেই চুক্তি শেষ হয়ে গিয়েছিল তাঁর। কেরিয়ারের এই পড়ন্ত বেলাতেও একাধিক নামী ক্লাবের প্রস্তাব ছিল। সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল ইত্তিহাদ বছরে ২ কোটি ইউরো দিতে চেয়েছিল। কিন্তু তিনি, সের্জিও র্যামোস (Sergio Ramos) বেছে নিলেন ছোটবেলার ক্লাব সেভিয়াকেই (Sevilla)।
১৮ বছর পরে সেভিয়ায় ফিরলেন সের্জিও র্যামোস। ৭ বছর বয়সে সেভিয়ার বয়সভিত্তিক প্রকল্পে যোগ দিয়েছিলেন তিনি। ১৬ বছর বয়সে সেভিয়ার মূল দলের হয়ে খেলেন এই কিংবদন্তি ডিফেন্ডার। ১৯ বছরে রিয়াল মাদ্রিদে যোগ দেন র্যামোস। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ১৮ বছর। আবার তিনি ফিরলেন ছেলেবেলার ক্লাবে।
[আরও পড়ুন: জনপ্রিয় নেপালি গানের সঙ্গে নাচলেন কোহলি, ভিডিও ভাইরাল]
সেভিয়ার সঙ্গে র্যামোসের চুক্তি আপাতত এক বছরের। পরে তা বাড়ানো হতেও পারে। সেভিয়ার হয়ে জীবন শুরু করলেও রিয়াল মাদ্রিদ পরিচিতি দিয়েছে র্যামোসকে। কিংবদন্তি হয়ে ওঠেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে ৬৭১টি ম্যাচে ১০১ টি গোল করেছেন এই ডাকাবুকো ডিফেন্ডার। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চারবার, লা লিগা পাঁচবার। দেশের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে প্যারিস সাঁ জাঁতে যোগ দেন তিনি। প্যারিসের বিখ্যাত ক্লাবের হয়ে দু’ বার ফরাসি লিগও জেতেন। স্পেনের জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন আগেই।