আলাপন সাহা: রোহিত শর্মা, বিরাট কোহলিরা যখন আইপিএলে (IPL 2023) ব্যস্ত, তখন নীরবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাহুল দ্রাবিড় এবং তাঁর টিম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) আর বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে এখন থেকে কাজ শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আইপিএলের সাত দিন পরেই ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার প্রস্তুতি কীভাবে হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। যা শোনা যাচ্ছে, তাতে যে টিমগুলো প্লে-অফে উঠতে পারবে না, সেই টিমের কোনও ক্রিকেটার যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের টিমে থাকে, তাহলে তাঁকে আগেভাগে ইংল্যান্ড পাঠিয়ে দেওয়া হতে পারে। একইসঙ্গে দু’দিনের কোনও প্রস্তুতি ম্যাচ খেলা যায় কি না, সেটা নিয়েও চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: একদিনে দেশে করোনায় মৃত্যু ২৭ জনের, উদ্বেগ বাড়িয়ে অ্যাকটিভ কেস ছাড়াল ৫০ হাজার!]
তবে শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, একইসঙ্গে বিশ্বকাপের (ICC World Cup) পরিকল্পনাও ঠিক হয়ে গিয়েছে। এনসিএতে মোটামুটিভাবে একটা প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের জন্য কুড়ি-বাইশ জনের একটা প্রাথমিক স্কোয়াড বেছে রেখেছে। শোনা গেল, শিখর ধাওয়ান (Sikhar Dhawan) বিশ্বকাপ ভাবনায় ঢুকে পড়েছেন। বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে যে শুভমন গিল ওপেন করবেন, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। তৃতীয় ওপেনার হিসাবে প্রাথমিকভাবে শিখরকে ভাবনায় রাখা হয়েছে।
[আরও পড়ুন: বাংলার দলীয় সংগঠনের রিপোর্টে অখুশি, শুভেন্দুকে কড়া বার্তা শাহের]
কারণ লোকেশ রাহুল (KL Rahul) খুব সম্ভবত মিডল অর্ডারে ব্যাট করবেন। অন্তত এখনও পর্যন্ত সেরকমই ভাবনা রয়েছে। ঋষভ পন্থ (Rishabh Pant) চোট সারিয়ে পুরো সুস্থ হয়ে আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেটা নিয়ে ভালরকম অনিশ্চয়তা রয়েছে। যদিও ঋষভ মনে করছেন, আগামী তিন-চার মাসের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন। সেটা হলে এরকম। না হলে এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে লোকেশ রাহুলকেই উইকেটকিপারের ভূমিকায় দেখা যাবে। আর কেএল খুব সম্ভবত মিডল অর্ডারে ব্যাট করবেন। তাই রোহিত আর শুভমনের পর তৃতীয় ওপেনার হিসাবে শিখরকেই আপাতত ভেবে রাখা হয়েছে বলেই
শোনা গেল।