shono
Advertisement

মেনুতে ফুটবলের ছোঁয়া, শিলিগুড়ির রেস্তরাঁয় হিট মেসি মকটেল, রোনাল্ডো’স চিকেন

বিশ্বকাপ জ্বরে কাঁপছে উত্তরবঙ্গও৷ The post মেনুতে ফুটবলের ছোঁয়া, শিলিগুড়ির রেস্তরাঁয় হিট মেসি মকটেল, রোনাল্ডো’স চিকেন appeared first on Sangbad Pratidin.
Posted: 11:21 AM Jun 17, 2018Updated: 11:52 AM Jun 17, 2018

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: বিশ্বকাপ জ্বরে কাঁপছে রাজ্য৷ রাত জাগছেন ফুটবলপ্রেমীরা৷ পাড়ার রক কিংবা চায়ের দোকান, সর্বত্র আলোচনায় মেসি-রোনাল্ডো-নেইমাররা৷ রাতারাতি বদলে গিয়েছে হোটেলের খাবার মেনুও৷ কোথাও মেসি মকটেল, কোথাও রোনাল্ডোস চিকেন তো কোথাও আবার নেইমার বাটার পনির৷ খাবারের পদের সঙ্গে তারকা ফুটবলারদের নাম জুড়ে দিয়ে বাড়তি রোজগারের সুযোগ ছাড়তে নারাজ শিলিগুড়ি শহরের হোটেল ও রেস্তরাঁ মালিকেরা৷ খুশি আমজনতাও৷

Advertisement

[দেশলাই কাঠিতে বিশ্বকাপের রেপ্লিকা গড়ে তাক লাগালেন কালনার শিল্পী]

উদ্বোধনী ম্যাচে মন ভরেনি৷ তবে পর্তুগাল ও স্পেনের ধুন্ধুমার লড়াই বিশ্বকাপের উত্তাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ৷ টিভি তো ছিলই, বিশ্বকাপের বাজারে এখন শিলিগুড়ির বেশিরভাগ হোটেল ও রেস্তরাঁয় বসেছে জায়ান্ট স্কিন৷ হোটেল ও রেস্তরাঁগুলি সেজে উঠেছে বিভিন্ন দেশের পতাকায়৷ বড় রেস্তরাঁ, হোটেল, এমনকী ধাবাগুলিতে এখন নীল-সাদা আর হলুদ-সবুজ পতাকার ছড়াছড়ি৷ কয়েক জায়গায় অবশ্য লাল-কালো-হলুদ ও সবুজ মেরুন পতাকারও দেখা মিলল৷

শিলিগুড়ির সিটি সেন্টারের জনপ্রিয় বিয়ার পাব ও রেস্তরাঁ বিয়ার রিপাবলিক৷ দিনভরই ক্রেতাদের ভিড় থাকে৷ তবে রাত দশটার পর ভিড় কমতে শুরু করে৷ যদিও বিশ্বকাপের জন্য এখন অনেক রাত পর্যন্ত খোলা থাকছে রেস্তরাঁটি৷ বিয়ার রিপাবলিকের কর্ণধার অনন্তদেব মজুমদার জানালেন, বিশ্বকাপের বাজারে বাড়তি দু’পয়সা রোজগার হলে মন্দ কী? ক্রেতারাও খেলা দেখতেই দেখতেই খাওয়া-দাওয়া সারতে চাইছেন৷ তাই আগামী একমাস রাত পর্যন্ত চলবে খোলা থাকবে রেস্তরাঁটি৷ হিলকার্ট রোডের লিটল চায়না রেস্তরাঁটি আবার সাজানো হয়েছে সুইজারল্যান্ডের জার্সির রংয়ের বেলুন দিয়ে৷ রেস্তরাঁর কর্ণধার বাবিন চক্রবর্তী বক্তব্য,  ‘আসলে আমাদের রেস্তরাঁর থিমের সঙ্গে ওই রংটা ভীষণভাবে যায়।’

বিশ্বকাপ আমেজ শিলিগুড়ির চিনা রেস্তরাঁগুলিতেও৷ প্রতি খাবারের পদের সঙ্গেই জুড়ে গিয়েছে মেসি-রোনাল্ডো-নেইমারদের নাম৷ বিশ্বকাপ উপলক্ষে আনা হয়েছে বাড়তি টিভি৷ রেস্তরাঁয় খেতে এসে ক্রেতারা বিশ্বকাপের খেলা মিস করে যান, এটাই একেবারেই চাইছে না তারা৷ জানালেন শহরের এক বিখ্যাত চিনা রেস্তরাঁর কর্ণধার৷

[বৈশাখ বা অক্ষয় তৃতীয়ায় নয়! আষাঢ়ে হালখাতা এখন আউশগ্রামের উৎসব]

The post মেনুতে ফুটবলের ছোঁয়া, শিলিগুড়ির রেস্তরাঁয় হিট মেসি মকটেল, রোনাল্ডো’স চিকেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement