shono
Advertisement

ভারত-পাক ম্যাচে পাকিস্তানের জার্সি গায়ে উত্তরপ্রদেশের যুবক, হুমকির মুখে পরিবার

যুবকের কড়া শাস্তির দাবিতে সরব বেশ কিছু বিজেপি নেতা।
Posted: 01:38 PM Aug 31, 2022Updated: 01:38 PM Aug 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলির যুবক দুবাই উড়ে গিয়েছিলেন শুধুমাত্র ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখবেন বলে। কিন্তু সেখানে গিয়ে পাকিস্তানের জার্সি পরার ‘অপরাধে’ লাগাতার হুমকি দেওয়া হচ্ছে ওই যুবক ও তার পরিবারকে। ভারতীয় হয়েও কেন পাকিস্তানের জার্সি পরেছেন, সেই প্রশ্ন তুলে ওই যুবকের বিরুদ্ধে সরব হয়েছে নেটিজেনরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কাছে এই ‘অন্যায়ের’ সুবিচার চেয়েছেন বেশ কয়েকজন বিজেপি নেতা।

Advertisement

ঠিক কী ঘটেছিল? সান্যম জয়সওয়াল নামে উত্তরপ্রদেশের ওই যুবক মাঠে গিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চেয়েছিলেন। কিন্তু খেলার দিন (India vs Pakistan) মাঠে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে ভারতের জার্সি বিক্রি হয়ে গিয়েছে। তখন সান্যম ঠিক করেন, পাকিস্তানের জার্সি পরে হিন্দুস্তান জিন্দাবাদ বলে চিৎকার করবেন, যেন পাক সমর্থকরা রেগে যান। সেই কারণেই পাকিস্তানের জার্সি পরে হাতে দুই দেশের পতাকা নিয়ে বেশ কয়েকটি ছবি তোলেন সান্যম।

[আরও পড়ুন: উৎসবের মধ্যে দু-একদিন মাংস খাওয়া বন্ধ রাখাই যায়! গুজরাট হাই কোর্টের মন্তব্যে বিতর্ক তুঙ্গে]

তারপরেই ভাইরাল হয়ে যায় সান্যমের ছবি। অধিকাংশ ক্ষেত্রেই তাঁর ছবি ক্রপ করে ছড়িয়ে দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের জার্সি পরে পাক পতাকা হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলেছেন তিনি। এই ছবি ঘিরেই বিতর্ক শুরু হয়ে যায়। জানা গিয়েছে, উত্তরপ্রদেশে বিশাল মদের ব্যবসা রয়েছে সান্যমের পরিবারের। সেই প্রসঙ্গ টেনে এনে নেটিজেনদের মত, মদের ব্যবসায়ী হাতে পাকিস্তানের পতাকা নিয়ে পাক জার্সি পরে দাঁড়িয়ে রয়েছে। এই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।”

পুরো ঘটনায় রীতিমতো হতবাক সান্যম। তুচ্ছ মজা করার ফল যে এতখানি ভয়ানক হতে পারে, তা ধারণাও করতে পারেননি উত্তরপ্রদেশের ওই যুবক। বারবার তাঁর পরিবারের সদস্যদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সান্যম বলেছেন, “আমার বাবা খুবই অসুস্থ। তারপর এইভাবে টেনশন নিতে থাকলে তিনি আর বাঁচবেন না। আমাকে বিশ্বাসঘাতক বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। সকলকে পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, আমি একনিষ্ঠভাবে ভারতীয় দলেরই সমর্থক।”

[আরও পড়ুন:আলকায়দা যোগের অভিযোগ, অসমে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল মাদ্রাসা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement