সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেভিড ওয়ার্নারের (David Warner) নেতৃত্বের অভিজ্ঞতা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ, সবই পাচ্ছে দল। তবু চলতি আইপিএলে জয় অধরাই থেকে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের (DC)। শনিবার রাজস্থান রয়্যালসের কাছে ৫৭ রানে হারতে হয়েছে তাদের। আর হারের পরই অজি তারকাকে খোঁচা দলের প্রাক্তন অধিনায়ক বীরেন্দ্র শেহওয়াগের। তাঁর ‘পরামর্শ’, দ্রুত রান না করতে পারলে আইপিএল না খেলাই উচিত ওয়ার্নারের।
ঠিক কী লিখেছেন বীরু (Virender Sehwag)? এক খেলার ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমার মনে হয় এবার ইংরাজিতে পরিষ্কার করে বলা উচিত ওয়ার্নারকে, যাতে ও বিষয়টা বুঝতে পারে। ডেভিড, যদি তুমি শুনতে পাও… দয়া করে ভাল করে খেলো। ২৫ বলে ৫০ করো। জসওয়ালকে দেখো, ও ২৫ বলেই করেছে। তুমি যদি তা না করতে পারো আইপিএলে খেলো না।” শুধু তাই নয়, শেহওয়াগের দাবি, ওয়ার্নার আরও আগে আউট হলেই ভাল হত। সেক্ষেত্রে রোভমান পাওয়ালে ও ঈশান পোড়েলের মতো তরুণরা বেশিক্ষণ খেলার সুযোগ পেত। তাহলে দিল্লির সম্ভাবনাও বাড়ত।
[আরও পড়ুন: একচল্লিশেও বাজিমাত ক্যাপ্টেন ধোনির, জাদেজা-রাহানের তাণ্ডবের নেপথ্যেও ‘এমএস এফেক্ট’]
প্রসঙ্গত, শনিবার য়াহাটির বিরষাপাড়া স্টেডিয়ামে টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়ার্নার। আর ব্যাট হাতে নেমেই মারকাটারি মেজাজে দুরন্ত পার্টনারশিপ গড়েন যশস্বী জসওয়াল এবং জস বাটলার। মাত্র ৯ ওভারেই একশো পেরোয় রাজস্থান। সব মিলিয়ে ১৯৯ রান তুলে তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় দিল্লিকে। জবাবে প্রথম ওভারেই শূন্য় রানে দুই উইকেট পড়ে যায় ওয়ার্নারদের। সেই ধাক্কা তারা আর সামলাতে পারেনি।
দলের সর্বোচ্চ স্কোরার ওয়ার্নার হলেও আস্কিং রেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি তিনি। ৫৫ বলে ৭টি বাউন্ডারি সহযোগে তাঁর ৬৫ রানের ইনিংসটি যে রাজস্থানের বিশাল স্কোরকে পেরনোর পক্ষে যথেষ্ট ছিল না তাতে সহমত বিশেষজ্ঞদের একাংশ। বীরুর সঙ্গে সহমত পোষণ করেছেন রোহন গাওস্করও। এখন দেখার এই খোঁচার জবাবে ওয়ার্নার কিছু বলেন কিনা।