দেবাশিস সেন, তিরুঅনন্তপুরম: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ ভেস্তে গিয়েছিল গুয়াহাটিতে। মঙ্গলবার তিরুঅনন্তপুরমে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ টিম ইন্ডিয়ার (Team India)। সেই ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ পর্যন্ত বরুণদেবতা ঝরে পড়েন কিনা তা বলবে সময়।
তবে নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের আগে বলে দেওয়াই যায়, ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Indian Team Management) চাইছে মঙ্গলবার যেন কোনওমতেই বৃষ্টি না হয় তিরুঅনন্তপুরমে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচের বল গড়ানোর আগে নিজেদের শক্তি-দুর্বলতা, পরিকল্পনাগুলোর সঠিক রূপায়ণ করে নেওয়াই লক্ষ্য ভারতীয় দলের।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘সিরিজের সেরা’ হয়ে এবারের বিশ্বকাপ মাতাবেন শুভমান, আগাম ঘোষণা যুবরাজের]
রবিবারই তিরুঅনন্তপুরমে ঢুকে পড়েছে টিম ইন্ডিয়া। হেড কোচ রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের নজরদারিতে অনুশীলন করেন ভারতীয় ক্রিকেটাররা। সোমবারের অনুশীলনে অনুপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, মহম্মদ শামি এবং শ্রেয়স আইয়ার। ব্যক্তিগত সমস্যায় মুম্বই ফিরে গিয়েছেন বিরাট কোহলি। এদিনের অনুশীলনে তিনিও ছিলেন না। শোনা যাচ্ছে আজ রাতের মধ্যেই তিরুঅনন্তপুরমে ঢুকে পড়বেন কোহলি। যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেও হয়তো দেখা যাবে কোহলিকে।
কাপ যুদ্ধের আগে বেশ চনমনে দেখাচ্ছে ভারতীয় দলকে। থুম্বার সেন্ট জেভিয়ার্স কলেজের মাঠে অনুষ্ঠিত অনুশীলনে ক্রিকেটারদের হাসিঠাট্টা করতে দেখা যায়। এতেই বোঝা যাচ্ছে মানসিক ভাবে কতটা তৈরি ভারতীয় দল। এদিন শুরুতেই ঈশান কিষাণ ও শুভমান গিল দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন। লোকেশ রাহুলকেও দীর্ঘক্ষণ ব্যাটিং ও কিপিং করতে দেখা গিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে ঢুকেছেন। তাঁকে নিয়ে স্বপ্ন দেখছেন অনেকেই। বোলিংয়ে যে কোনও মুহূর্তে ভেল্কি দেখাতে পারেন অশ্বিন।ঠিক সময়ে চোট সারিয়ে ফিরে এসেছেন জশপ্রীত বুমরাহ। বিশ্বকাপে রোহিতের হাতের অন্যতম তাস তিনি।
এদিন অনুশীলনে বুমরাহর সঙ্গে শার্দূল ঠাকুরকেও বোলিং অনুশীলন করতে দেখা গিয়েছে। শার্দূল ঠাকুরকে নিয়ে অনেকেই আশাবাদী। আবার অনেক প্রাক্তন শার্দূলকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি উইকেট নিলেও প্রচুর রান খরচ করেন। এটাই রোহিত ব্রিগেডের চিন্তার কারণ বলেই মনে করছেন অনেকে। তবে শার্দূলের ব্যাটিংয়ের হাত ভালো। বিশ্বকাপে তিনি ঝলসাবেন কিনা তা বলবে সময়। আপাতত নেদারল্যান্ডস ম্যাচই যে টিম ইন্ডিয়ার শয়নে, স্বপনে এবং জাগরণে, তা বলাই বাহুল্য।