সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক জলসীমা ডিঙোনো অভিযোগ এবং ভারতের মৎস্যজীবীদের গ্রেপ্তারের ঘটনা লেগেই রয়েছে। এবার শ্রীলঙ্কা নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন ৯ জন মৎস্যজীবী। তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, ধৃত মৎস্যজীবীদের কাঙ্গেসান্থুরাই নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। ৯ জনের মুক্তির বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছে রামেশ্বরমের মৎস্যজীবীদের সংগঠন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৎস্যজীবীদের ৪৩০ জনের একটি দল রামেশ্বরম থেকে ট্রলার নিয়ে বেরিয়েছিল। মঙ্গলবার তারা নিদুনথিবুর কাছে মাছ ধরছিল। তখনই তাঁদের গ্রেপ্তার করে শ্রীলঙ্কার নৌসেনা। দ্বীপরাষ্ট্রের প্রহরীদের দাবি, আন্তর্জাতিক জলসীমা ডিঙিয়েছিল ধৃত মৎস্যজীবীরা। এর পর ৯ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাঙ্গেসান্থুরাই নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
[আরও পড়ুন: বাণিজ্যে বৃদ্ধি, বাজেটের ‘নয়া দিশা’য় খুশি শিল্পমহল]
যদিও ভারতের মৎস্যজীবীরা দাবি করেছেন, তাঁরা আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেননি। অন্যায়ভাবে তাঁদের ট্রলারকে ধাওয়া করে শ্রীলঙ্কা নৌবাহিনীর জাহাজ। এমনকী একটি ট্রলারে ধাক্কা মারা হয়েছিল। মৎস্যজীবীদের মুক্তির জন্য কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়েছে রামেশ্বরমের মৎস্যজীবী সংগঠন। তারা তথ্য দিয়েছেন, গত কয়েক সপ্তাহে ৮৩ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা। ২৫টি নৌকো বাজেয়াপ্ত করা হয়েছে।