সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী শ্রীদেবীর অকালপ্রয়াণ কি নিছক আকস্মিক মৃত্যু, নাকি খুন হয়েছিলেন তিনি? আর তিনি যদি খুনই হয়ে থাকেন, তাহলে এর নেপথ্যে কে রয়েছেন? দিন কয়েক আগেই অভিনেত্রীর মৃত্যুর পর থেকে মানুষের মনে দানা বাঁধা এহেন নানা প্রশ্নকে উসকে দিয়েছিল কেরলের ডিজিপি ঋষিরাজের চাঞ্চল্যকর মন্তব্য। বছর দুয়েক বাদে ফের কেরলের এই ডিজিপির বক্তব্যকে ঘিরে বলিমহল থেকে গোটা দেশবাসীর মাথায় আরেকবার চাগাড় দিয়েছিল সন্দেহ। কিন্তু ডিজিপির মন্তব্য নিয়ে মুখ খুলতে দেখা যায়নি শ্রীদেবীর পরিবারের কাউকেই। তবে এবার মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর স্বামী তথা প্রযোজক বনি কাপুর।
[আরও পড়ুন: কাঁটাতার পেরিয়ে সম্পর্কের ফাঁদে জড়িয়ে রাইমা, অভিশপ্ত ‘সিতারা’র পরিণতি কী? ]
ঋষিরাজের মন্তব্য নিয়ে বনি কাপুরকে জিজ্ঞেস করা হলে, তিনি সাফ জানান যে এধরনের ভিত্তিহীন কথাবার্তায় মোটেই পাত্তা দেন না তিনি। “এধরনের মনগড়া গল্প ভবিষ্যতেও শোনা যাবে। তাই আলাদা করে এগুলোর উত্তর দেওয়ার প্রযোজন বলে মনে করি না আমি,” কেরলের ডিজিপির বক্তব্যের পালটা উত্তর দিতে গিয়ে এমনটাই বলেন বনি কাপুর।
[আরও পড়ুন: চোখেমুখে বার্ধ্যকের ছাপ, ‘সান্ড কি আঁখ’-এর টিজারে বাজিমাত করলেন তাপসী-ভূমি ]
কিছুদিন আগেই ঋষিরাজের মন্তব্যে শ্রীদেবীর মৃত্যুর পর প্রায় দেড় বছর বাদে মাথা চাড়া দিয়েছিল এক নয়া তথ্য। যা জেনে রীতিমতো চমকে গিয়েছিলেন অনেকেই। ঋষিরাজের কথায়, তাঁর বন্ধু ডক্টর উমাদাথন ভীষণ অভিজ্ঞ একজন ফরেনসিক বিশেষজ্ঞ। তাঁর কাছেই কৌতূহলের বশে শ্রীদেবীর মৃত্যুর কারণ জানতে চেয়েছিলেন একবার। তখনই বিস্ফোরক মন্তব্য করেন উমাদাথন। ফরেনসিক বিশেষজ্ঞ উমাদাথন বলেন, “আমার অনুমান, সম্ভবত এই মৃত্যু স্বাভাবিক নয়। আবার অ্যাক্সিডেন্টাল ডেথও নয়। হতে পারে শ্রীকে খুন করা হয়েছে।” ঠিক কী বলেছিলেন উমাদাথন? তাঁর মতে, শ্রীদেবীর মৃত্যু যেভাবে হয়েছে, কোনও মানুষ সেভাবে এক ফুট জলে ডুবে মারা যেতে পারে না, তা তিনি যতই মদ্যপান করুন না কেন। বাস্তবে এটা প্রায় অসম্ভব। একমাত্র কেউ যদি তাঁর পা এবং মাথা জলে ডুবিয়ে চেপে রেখে দেয়, তাহলেই এভাবে মৃত্যু ঘটতে পারে কোনও ব্যক্তির। আর এই মন্তব্যকে ঘিরেই নতুন রহস্যের গন্ধ পেয়েছিলেন অনেকেই। তবে, ঋষিরাজের বক্তব্যকে নিছক অনুমান বলেই উড়িয়ে দিয়েছেন বনি কাপুর।
The post আকস্মিক মৃত্যু না পরিকল্পনা মাফিক খুন? শ্রীদেবীর মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বামী বনি কাপুর appeared first on Sangbad Pratidin.