shono
Advertisement

সরকারি কমিটিতে অনাস্থা সত্ত্বেও দু্র্নীতির নথি পেশ করবেন এসএসসি চাকরিপ্রার্থীরা

বুধবার নথি দিতে যাবে অনশনকারীদের প্রতিনিধিদল৷ The post সরকারি কমিটিতে অনাস্থা সত্ত্বেও দু্র্নীতির নথি পেশ করবেন এসএসসি চাকরিপ্রার্থীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:40 AM Mar 27, 2019Updated: 10:41 AM Mar 27, 2019

দীপঙ্কর মণ্ডল: মাসখানেক হতে চলল ধর্মতলার মেয়ো রোডে এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন চলছে৷ নিয়োগে দুর্নীতি নিয়ে তাঁদের অভিযোগ খতিয়ে দেখতে সরকারের তরফে ৫ সদস্যের কমিটি তৈরি করা হলেও, জটিলতা অব্যাহতই৷ তার মূল কারণ, সরকারের তৈরি এই কমিটির প্রতি গভীর অনাস্থা অনশনকারীদের৷ তাঁদের মত, যে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে, সেই সরকারই তৈরি করছে তদন্ত কমিটি৷ তাই তার স্বচ্ছতা, নিরপেক্ষতা নিয়ে বড়সড় সংশয় থাকবেই৷

Advertisement

                               [ আরও পড়ুন:  লাং ফাংশান টেস্ট করছেন চতুর্থ শ্রেণির কর্মী! আতঙ্ক চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে]

এসএসসি চাকরিপ্রার্থীদের এত বড় একটা আন্দোলন নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্যের শিক্ষা দপ্তর৷ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ২২ মার্চ তৈরি হয়েছে ৫ সদস্যের কমিটি৷ তার দু’দিনের মধ্যে বিকাশ ভবনে এই কমিটির কাছে গিয়ে অনশনকারীদের লিখিত অভিযোগ করার আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী৷ ১৫ দিনের মধ্যে তার জবাব মিলবে বলেও আশ্বাস দিয়েছিলেন৷ কিন্তু দু’দিন কেটে গেলেও কোনও অভিযোগ জমা পড়েনি বলে মঙ্গলবার জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার, যিনি নিজেও এই কমিটির এক সদস্য৷ তাই এই কমিটির মেয়াদ আরও বাড়ানো হয়েছে৷ বুধবারও কমিটির সদস্যরা থাকবেন বিকাশ ভবনে৷ অপেক্ষা করবেন অভিযোগের ৷

এদিকে অনশনকারীদের যুক্তি, সরকার গঠিত তদন্ত কমিটির উপর কোনও ভরসা নেই তাঁদের৷ তাই তাঁরা সেখানে যাননি৷ তবে দুর্নীতির প্রামাণ্য নথি নিয়ে অনশনকারীদের এক প্রতিনিধিদল বিকাশ ভবনে যাবেন বলে ঠিক হয়েছে৷ তবে কোনও অভিযোগ নয়, অনশনকারীরা বলছেন, তাঁরা সরকারি কমিটির চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য ওই নথিগুলি তুলে দিতে চান৷ চাকরিপ্রার্থীরা আগেই অভিযোগ জানিয়েছিলেন, এসএসসি-র প্রকাশিত তালিকায় কোনও প্রাপ্ত নম্বর ছিল না৷ মেধাতালিকার পিছনের দিকে থাকা অনেকের চাকরি হয়েছে, অথচ শীর্ষে নাম থাকা সত্ত্বেও আজও নিয়োগপত্র পাননি বহু চাকরিপ্রার্থী৷ আজ বিকাশ ভবনে গিয়ে সেসব নথিই তদন্ত কমিটির হাতে তুলে দিতে চান তাঁরা৷

                                          [ আরও পড়ুন:  কালীঘাটে গণপিটুনির ঘটনায় ছেলের পর এবার গ্রেপ্তার বাবাও]

বুধবার এই অনশন ২৮ তম দিনে পড়ল৷ মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে শয়ে শয়ে চাকরিপ্রার্থীর ন্যায্য অধিকারের দাবিতে এই আন্দোলনে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু মানুষ৷ মন্দাক্রান্তা সেন, সুবোধ সরকার, সৌমিত্র চট্টোপাধ্যায়, কবীর সুমন-সহ একাধিক শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের একাংশ থেকে শুরু করে রাজ্যের বিরোধী রাজনৈতিক মহলও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন৷ রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আলাদাভাবে আরজি জানিয়েছেন, যাতে তিনি নিজে এই সমস্যা সমাধান করে আন্দোলনের আঁচ নিভিয়ে দেন৷ তবে সরকারের তরফে তদন্ত কমিটি গঠন করা ছাড়া এখনও পর্যন্ত সে অর্থে কোনও বড় পদক্ষেপ চোখে পড়েনি৷  

The post সরকারি কমিটিতে অনাস্থা সত্ত্বেও দু্র্নীতির নথি পেশ করবেন এসএসসি চাকরিপ্রার্থীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement