সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ প্রধানমন্ত্রী মোদির (PM Modi)। গণতন্ত্র থেকে করোনা টিকা, মঙ্গল অভিযান থেকে অর্থনীতি— নানা বিষয়ই উঠে এসেছে তাঁর বক্তব্যে। সেই সঙ্গেই চিন ও পাকিস্তান, দুই ‘শত্রু’ দেশকেও কড়া বার্তা দিতে দেখা গেল মোদিকে। উঠে এল ইন্দো প্যাসিফিকের (Indo-Pacific) প্রসঙ্গও। ক্যাপিটলে দাঁড়িয়ে নাম না করেই চিনকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বুঝিয়ে দিলেন ইন্দো প্যাসিফিকে কোনও দাদাগিরি চলবে না।
তীব্র উদ্বেগ প্রকাশ করে মোদি জানিয়েছেন, এই অঞ্চলকে সব ধরনের আধিপত্য থেকে মুক্ত রাখতে হবে। নাম না নিলেও তিনি যে চিনকেই (China) কাঠগড়ায় তুললেন তা বলাই বাহুল্য। তাঁর কথায়, ”ইন্দো-প্যাসিফিকের উপরে জবরদস্তি ও সংঘর্ষের কালো মেঘ ঘনিয়ে রয়েছে। ওই অঞ্চলের স্থিতিশীলতা ফেরানোই আমাদের অংশীদারির প্রধান লক্ষ্য। আমরা চাই মুক্ত, উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক। এমন এক অঞ্চল যেখানে সমস্ত দেশ, ছোট হোক বা বড়, স্বাধীন ও ভয়হীন থাকতে পারবে।”
[আরও পড়ুন: খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যু, বাড়ির সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]
কেবল মার্কিন কংগ্রেসেই নয়, তার ঠিক আগে বাইডেনের সঙ্গে মোদির যে রুদ্ধদ্বার বৈঠক হয় সেখানেও এই প্রসঙ্গ উঠেছে বলে জানা গিয়েছে। বাইডেন বলেন, ‘‘কোয়াড গোষ্ঠীর দেশগুলির মধ্যে সামরিক মহড়া আরও বাড়িয়ে তুলতে হবে।’’ চিনকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রুখতে বদ্ধপরিকর বাইডেন। এর থেকে পরিষ্কার, চিনবিরোধী শক্তিকে মজবুত করতেই ভারতকে পাশে চাইছে আমেরিকা। একই ভাবে ভারতও যে চিনকে রুখে দিতে আমেরিকাকে সঙ্গে নিয়ে এগোতে চাইছে তাও পরিষ্কার হয়ে গেল এইদিন।