shono
Advertisement

পঞ্চায়েত ভোটে আদালত অবমাননা মামলা: হাই কোর্টে হাজিরা নির্বাচন কমিশনারের

১৫ ডিসেম্বরের মধ্যে জবাব দিতে হবে, সময় দিল আদালত।
Posted: 02:32 PM Nov 24, 2023Updated: 02:32 PM Nov 24, 2023

গোবিন্দ রায়: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) সময় আদালত অবমাননার মামলায় এবার কলকাতা হাই কোর্টে হাজিরা দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)। শুক্রবার সকাল ১০ টা নাগাদ তিনি হাজিরা দেন। তাঁকে জবাব দেওয়ার জন্য সময় দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। ১৫ ডিসেম্বরের মধ্যে তাঁকে হলফনামা দিতে হবে। ৫ জানুয়ারির মধ্যে অন্য সব পক্ষকে পালটা হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। এই মামলার পরবর্তী শুনানি ৮ জানুয়ারি।

Advertisement

গত জুলাইয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আদালতের নির্দেশ মেনে হয়নি। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বিরোধীরা। হাই কোর্টে (Calcutta HC) শুনানির পর অবশেষে প্রধান বিচারপতির বেঞ্চ রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) রুল জারি করে। গত ১৩ অক্টোবর এই রুল জারি হয়। কমিশনারকে আজ অর্থাৎ ২৪ নভেম্বর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতিরা।

[আরও পড়ুন: বচসার জেরে রাস্তার উপরই কুপিয়ে খুন যুবক, উত্তপ্ত চিৎপুর এলাকা]

সেই নির্দেশ মেনে এদিন সকাল ১০টা নাগাদ রাজীব সিনহা পৌঁছে যান হাই কোর্টে। আবেদন জানান, তাঁকে জবাব দেওয়ার জন্য সপ্তাহ দুয়েক সময় দেওয়া হোক। সেই আর্জি মেনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ তাঁকে সময় দেয়। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে হলফনামার আকারে জবাব দিতে হবে। আদালত প্রয়োজন মনে করলে আবারও রাজীব সিনহাকে ডেকে পাঠানো হতে পারে বলে জানানো হয়েছে।

[আরও পড়ুন: ফের খুন জয়নগরে, দাম্পত্য অশান্তির জেরে স্ত্রীর গলা কেটে হত্যা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement