সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার (Russia) হয়ে ইউক্রেনে (Ukraine) যুদ্ধ করছে ভারতীয়রা! এমনই গুঞ্জনের মুখে এবার মোদি সরকার জানাল বিষয়টি তাদের নজরে এসেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতীয়দের উদ্দেশে আবেদন করলেন, ‘লড়াই থেকে দূরে থাকুন।’
ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে রাশিয়ার হয়ে লড়াইয়ে অংশ নিচ্ছেন ভারতীয়রা, এই গুঞ্জন সম্প্রতি শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে একটি বিবৃতি পেশ করেছে বিদেশ মন্ত্রক। তাতে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি কয়েকজন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। তাঁরা যুদ্ধে সহকারী হিসাবে কাজ করছেন। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট রুশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। তাঁদের দ্রুত চুক্তি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। আমরা সমস্ত ভারতীয়দের অনুরোধ জানাচ্ছি, যথাযথ সতর্কতা অবলম্বন করুন। লড়াই থেকে দূরে থাকুন।’
[আরও পড়ুন: ‘এমন সত্যি যা শিহরিত করে’, সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে তথ্যচিত্র প্রকাশ বিজেপির]
এর আগেই হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি অভিযোগ আনেন, রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে ভারতীয়দের। তেলেঙ্গানা, গুজরাট, কর্নাটক, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য থেকে নির্মাণশ্রমিকের চাকরির ‘টোপ’ দিয়ে নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। কিন্তু সেদেশে পৌঁছতেই সরাসরি যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। তার পর কয়েক মাসের মধ্যেই চলে যেতে হয় ফ্রন্টলাইনে। এমনকী, যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ভারতীয়ও। এমন দাবি ঘিরে বিতর্ক ঘনায়। অবশেষে এই বিষয়ে মুখ খুলল কেন্দ্র।\