shono
Advertisement

কলকাতা পুরনিগমে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আজই আবেদন করুন৷ The post কলকাতা পুরনিগমে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:30 PM Nov 15, 2018Updated: 09:31 PM Nov 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি মাধ্যমিক পাশ করেছেন? কম্পিউটার সম্পর্কেও জ্ঞান রয়েছে? চাকরি খুঁজছেন? আর কোনও চিন্তা নেই৷ এই যোগ্যতা থাকলে আপনি অনায়াসেই কলকাতা পুরনিগমে শূন্যপদের জন্য আবেদন করতেই পারেন৷ স্টেনো-টাইপিস্ট পদে কর্মী নিয়োগ করবে কলকাতা পুরনিগম৷ শুধুমাত্র সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ৷ ১৭ নভেম্বর অর্থাৎ শনিবার বালিগঞ্জ ফাঁড়ি ক্রসিংয়ের কাছে ইনস্টিটিউট অফ আরবান ম্যানেজমেন্টের অফিসে গিয়েই ইন্টারভিউ দিতে হবে ইচ্ছুক প্রার্থীদের৷

Advertisement

[জিও-তে প্রচুর কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণি পাশ হলেই করা যাবে আবেদন]

স্টেনো টাইপিস্ট পদে কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম৷ দশজনকে নিয়োগ করা হবে৷ সাধারণ (জেনারেল) বিভাগে ৫জনকে নিয়োগ করা হবে৷ এসসি, এসটি এবং ওবিসিদের জন্য দুটি করে মোট ৬টি আসন সংরক্ষিত৷ এই শূন্যপদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে মাধ্যমিক পাশ করতেই হবে৷ কম্পিউটারে টাইপ করতে পারার দক্ষতাও অত্যন্ত প্রয়োজনীয়৷ ১০ মিনিটে আশিটি শব্দ টাইপ করতে পারার দক্ষতাও প্রয়োজন আবেদনকারীদের৷ ১ জানুয়ারি ২০১৮-র হিসাব অনুযায়ী ন্যূনতম আঠারো বছর বয়সীরাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর৷

[উচ্চমাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আগামী ১৭ নভেম্বর অর্থাৎ শনিবার ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে৷ সকাল দশটা থেকে শুরু হবে ইন্টারভিউ৷ ৩৬ সি, বালিগঞ্জ ফাঁড়ি ক্রসিংয়ের কাছে ইনস্টিটিউট অফ আরবান ম্যানেজমেন্টের দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ৷ মাধ্যমিকের মার্কশিট, ঠিকানা এবং বয়সের প্রমাণপত্র নিয়ে যেতে হবে প্রার্থীদের৷ চুক্তি ভিত্তিতে ছ’মাসের জন্য আপাতত কর্মী নিয়োগ করা হবে৷ ইন্টারভিউয়ে সফল প্রার্থীরাই এই শূন্যপদে যোগদান করতে পারবেন৷ মাসিক ১২ হাজার টাকা করে বেতন পাবেন নির্বাচিতরা৷  

The post কলকাতা পুরনিগমে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement