shono
Advertisement

Breaking News

৫৯টি অ্যাপ নিষিদ্ধ করায় উদ্বেগে বেজিং, পরিস্থিতির উপর নজর রাখছে চিনের বিদেশমন্ত্রক

সীমান্ত সংঘাতের জেরেই ভারত সরকার অ্যাপগুলি নিষিদ্ধ করে বলে মত ওয়াকিবহাল মহলের। The post ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করায় উদ্বেগে বেজিং, পরিস্থিতির উপর নজর রাখছে চিনের বিদেশমন্ত্রক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:50 PM Jun 30, 2020Updated: 03:43 PM Jun 30, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখ ইস্যুতে ক্রমেই অবনতি হচ্ছে ইন্দো-চিন সম্পর্কের। সোমবার রাতেই কেন্দ্র ৫৯টি চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। সেই খবর পেয়েই উদ্বেগ বাড়তে থাকে চিনের বিদেশমন্ত্রকের। তারা এই পরিস্থিতি খতিয়ে দেখবে বলে মঙ্গলবারই জানিয়েছে।

Advertisement

গত ১৫ জুন ভারত-চিন সীমান্তে সংঘর্ষের পর থেকেই দেশে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে দেশজুড়ে। চিনের প্রতি কেন্দ্র কোনও কঠোর পদক্ষেপ নিচ্ছে না বলেও বারবার অভিযোগ তুলেছিল বিরোধী শিবির। চাপের মুখে পড়ে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয় যে, এই মোবাইল অ্যাপের অপব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকদের গোপনীয়তা লঙ্ঘনের চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই সবদিক বিবেচনা করে মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ওই অ্যাপগুলি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। তাই তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় অ্যাপগুলি নিষিদ্ধ করা প্রয়োজন। ফলে চিনকে কোণঠাসা করতে সোমবার রাতে ৫৯টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। তারপরই নড়েচড়ে বসে চিনা প্রশাসন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান (Zhao Lijian,) বলেন, “ঘটনাটি জানার পর চিন গভীরভাবে উদ্বিগ্ন এবং পরিস্থিতি যাচাই করে দেখা হচ্ছে।”

[আরও পড়ুন:করোনার ওষুধ নয় Coronil! প্রতারণার অভিযোগ দায়ের হতেই ‘ডিগবাজি’ পতঞ্জলির]

চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। ৭০-এরও বেশি জওয়ান আহত হন। তারপর থেকে দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতির জেরেই চিনা অ্যাপ নিষিদ্ধকরণের এই সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে। তবে চিনা অ্যাপ নিষিদ্ধ করার কয়েক ঘণ্টার মধ্যেই বাধ্যতার সুরে কেন্দ্রের কাছে মাথা নোয়ান TikTok ইন্ডিয়ার প্রধান। প্রয়োজনে কেন্দ্রকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করা হবে বলেও সাফাই  দেন TikTok ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধী।

[আরও পড়ুন:বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মুম্বইয়ের তাজ হোটেল! লস্কর ‘জঙ্গি’র হুমকি ফোনে চাঞ্চল্য]

The post ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করায় উদ্বেগে বেজিং, পরিস্থিতির উপর নজর রাখছে চিনের বিদেশমন্ত্রক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement