সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাসের মধ্যেই সহপাঠীর সঙ্গে তুমুল বচসা। ঝগড়া বাড়তে থাকায় একজন ছুরির কোপ বসিয়ে দিল অপর সহপাঠীর গায়ে। রক্তাক্ত অবস্থায় ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ক্যাম্পাসে। জানা গিয়েছে, অভিযুক্ত পড়ুয়াকে এখনও ধরতে পারেনি পুলিশ (Delhi Police)।
ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। রামলাল আনন্দ কলেজের প্রথম বর্ষের একটি ক্লাস চলছিল। আচমকাই ক্লাসের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ে দুই ছাত্র। বচসা বাড়তে থাকায় সহপাঠীর গায়ে ছুরির কোপ বসিয়ে দেয় একজন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত পড়ুয়াকে। তবে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
[আরও পড়ুন: গ্যাল গ্যাডটকে নাকানি চোবানি খাওয়ালেন ‘ভিলেন’ আলিয়া! হলিউডে দুর্ধর্ষ হাতেখড়ি, দেখুন]
মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ময়না তদন্তও শুরু হবে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহত পড়ুয়ার সঙ্গেই পড়াশোনা করত অভিযুক্ত। ঘটনার পরে দিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। তবে এখনও তাকে ধরা যায়নি। অভিযুক্তের সন্ধান পেতে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। এছাড়াও গোটা ঘটনার বিশদ তদন্ত চালাচ্ছে পুলিশ। যদিও মৃত বা অভিযুক্তের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।