এবার পুজোয় শাড়ির সাজ হোক শুভশ্রীর মতো, পিঠখোলা ব্লাউজে উঠুক ঝড়
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
Tap to expand
কেরিয়ারের শুরুতেই 'বাজিমাত' করেছিলেন। 'চ্যালেঞ্জ' নিয়েই টলিপাড়ায় নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Tap to expand
পুজোর আগে শিফন শাড়িতে সেজেছেন বাংলা সিনেইন্ডাস্ট্রির 'বাবলি'। সি গ্রিন রঙের এই শাড়িতে রয়েছে সোনালি বর্ডার। যাকে কম্প্লিমেন্ট করছে পিঠখোলা ব্লাউজ।
Tap to expand
শুভশ্রীর এই সাজের রূপটান শিল্পী সৌরভ মিত্র। হেয়ার স্টাইলের দায়িত্ব সামলেছেন শর্মিষ্ঠা মাজি। গয়না এমপিজে জুয়েলার্সের। আর ছবিগুলো তুলেছেন জাভেদ ইব্রাহিম।
Tap to expand
শুধু নায়িকা হিসেবে নয়, অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শুভশ্রী। তা সে 'পরিণীতা' সিনেমার মেহুল হোক বা 'ইন্দুবালার ভাতের হোটেল' সিরিজের ইন্দুবালা মল্লিক।
Tap to expand
পরিচালক রাজ চক্রবর্তীর ঘরনি শুভশ্রী। ২০২০ সালে দুজনের জীবনে আসে ছেলে যুবান। গত বছর মিষ্টি ইয়ালিনীর মা হন অভিনেত্রী। ছবি- ইনস্টাগ্রাম।
Tap to expand
কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদ সদস্য অসীম মাঝি, আইএনটিটিইউসির জেলা সভাপতি চন্দন দে, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
Published By: Suparna MajumderPosted: 05:24 PM Sep 21, 2024Updated: 08:49 PM Sep 21, 2024
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।