দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রচারের সময় দুষ্কৃতীদের হাতে নিগৃহীত জয়নগর কেন্দ্রের এসইউসিআই প্রার্থী নিরঞ্জন নস্কর। বেশ কয়েকজন এসইউসিআই কর্মী জখম হন। হামলার ঘটনায় কাঠগড়ায় শাসক শিবির। নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ জানানোর ভাবনা আক্রান্তদের।
রবিবার সকালে ক্যানিং পূর্ব বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার করেন জয়নগর কেন্দ্রের এসইউসিআই প্রার্থী নিরঞ্জন নস্কর। অভিযোগ, সুনদিয়া বোদরা এবং চন্দনেশ্বর এলাকায় প্রচার সেরে ফেরার পথে ৩০-৪০ জন দুষ্কৃতী মোটর বাইকে চড়ে আসে। তাদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। ক্যানিং পূর্ব বিধানসভার বোদরা বাজারের কাছেই তাদের উপর আক্রমণ করা হয়। তাদের হাতে থাকা প্রচারের জন্য ব্যবহৃত মাইক সেটও কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। একাধিক কর্মীর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে।
[আরও পড়ুন: রাজভবনে শ্লীলতাহানি ইস্যু: ফুটেজ দেখে চিহ্নিত, আরও ৪ কর্মীকে নোটিস পাঠিয়ে তলব লালবাজারে]
ভাঙচুর করা হয়েছে তাদের ব্যবহৃত অটো ও মোটর বাইক। ঘটনায় গুরুতর জখম হন রেজাউল ঢালি নামে এক এসইউসিআই কর্মী। হামলার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলেই খবর। এসইউসিআই কর্মী তরুণ নস্কর বলেন, "দলীয় কর্মীদের প্রচারে বাধা দেওয়া হয়েছে। নির্বাচন কীভাবে অবাধ হবে, তা বুঝতে পারছি না। এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারেরও দাবি করছি।" যদিও হামলা প্রসঙ্গে শাসক শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।