সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময়ে সৌমিত্র খাঁয়ের হয়েই নির্বাচনী প্রচারে দেখা গিয়েছিল সুজাতা মণ্ডলকে (Sujata Mandal)। তার পর দীর্ঘদিন পেরিয়েছে। সৌমিত্র-সুজাতার সম্পর্কের সমীকরণ বদলেছে। বিচ্ছেদ হয়েছে দুজনের মধ্যে। লোকসভা ভোটের আগে প্রাক্তন স্বামীর বিরুদ্ধেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন সুজাতা মণ্ডল। সৌমিত্রকে চরিত্রহীন কটাক্ষের পাশাপাশি সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করলেন তিনি।
সামনেই লোকসভা ভোট। স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁপিয়েছে সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। রবিবার বাঁকুড়ায় সভা করেন সুজাতা মণ্ডল। সেখান থেকেই প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে একহাত নিলেন সুজাতা। কী বলেছেন তিনি? সুজাতার কথায়, “বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মা-বোনেদের সম্ভ্রভ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে সৌমিত্র খাঁকে ছুঁড়ে ফেলুন। ওই লম্পট, ১ নম্বরের চরিত্রহীন সাংসদকে একটি ভোটও দেবেন না। ভোট চাইতে এলে জিজ্ঞেস করেন করবেন উন্নয়ন তহবিলের ১৫ কোটি টাকা কোথায় গেল?”
[আরও পড়ুন: ‘মোদিজি ক্ষমা করলেন না’, লোকসভায় টিকিট না পেয়ে অভিমানী সাধ্বী প্রজ্ঞা]
এখানেই শেষ নয়। সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের নাম না করেই তাঁর সঙ্গে সৌমিত্রর তুলনা করলেন সুজাতা। তিনি বলেন, “সন্দেশখালিতে যার নাম নিয়ে এখন এতো আলোচনা, এখানকার (বিষ্ণুপুর) সেই লোক হচ্ছেন সৌমিত্র।” প্রাক্তন স্বামীকে মদ্যপ বলে কটাক্ষও করলেন তিনি। প্রসঙ্গত, ২০১৪ সালে বিষ্ণুপুর থেকে তৃণমূলের প্রতীকে লড়ে সাংসদ হন সৌমিত্র। পরবর্তীতে দলবদল করেন তিনি। যোগ দেন বিজেপিতে। ২০১৯ সালে বিজেপির টিকিটে লড়ে ফের সাংসদ হন তিনি।