shono
Advertisement

Breaking News

একটানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, রাতে গ্রেপ্তার ‘কালীঘাটের কাকু’

সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল ইডি।
Posted: 11:29 PM May 30, 2023Updated: 11:57 PM May 30, 2023

অর্নব আইচ: নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল আগেই। সেই সূত্র ধরে মঙ্গলবার ‘কালীঘাটের কাকু’কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজিও কমপ্লেক্সে দিনভর জিজ্ঞাসাবাদের পর এদিন রাতে তাঁকে গ্রেপ্তার করল ইডি। যদিও তার আইনজীবীর দাবি, তদন্তকারী সংস্থার তরফে তাকে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথম শোনা গিয়েছিল ‘কালীঘাটের কাকু’র নাম। অভিযোগ করা হয়েছিল, নিয়োগ দুর্নীতির টাকার বড় অংশ যেত সুজয়কৃষ্ণ ভদ্রর কাছে। এরপরই তদন্তকারী সংস্থাদের স্ক্যানারে আসেন কালীঘাটের কাকু। যদিও বারবার তিনি দাবি করেছেন, এ বিষয় কিছুই জানেন না। 

[আরও পড়ুন: দমন-পীড়ন নয়, আলোচনার মধ্যে দিয়ে কুড়মিদের সমস্যা মেটানোর বার্তা পার্থর]

এর আগে সিবিআই সুজয়কৃষ্ণ ভদ্রকে একাধিকবার তলব করেছে সিবিআই। তদন্তে সহযোগিতা করতেও দেখা গিয়েছে তাঁকে। এমনকী, সুজয়কৃষ্ণ ভদ্র বাড়িতে তল্লাশিও চালিয়েছে ইডি। এরপরই মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছিল। দিনভর জিজ্ঞাসাবাদের পর রাতে ‘কালীঘাটের কাকু’কে তদন্তে অসহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার করল ইডি।

[আরও পড়ুন: ৩৪ দিন গরমের ছুটি কাটিয়ে জুনের গোড়াতেই রাজ্যে খুলছে স্কুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement