shono
Advertisement

নেই আইনজীবী, দিল্লি হাই কোর্টে ফের পিছিয়ে গেল সুকন্যা মণ্ডলের জামিনের মামলা

পরবর্তী শুনানি হবে ২৭ সেপ্টেম্বর।
Posted: 02:34 PM Aug 29, 2023Updated: 02:34 PM Aug 29, 2023

সোমনাথ রায়, দিল্লি: ফের পিছিয়ে গেল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের মামলার শুনানি। দিল্লি হাই কোর্টে সূত্রে খবর, পরবর্তী শুনানি হবে ২৭ সেপ্টেম্বর। এদিনও আদালতে দেখা গেল না সুকন্যার আইনজীবীকে।

Advertisement

গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে আপাতত তিহাড় জেলে বন্দি বীরভূমের (Birbhum) তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা (Sukanya Mandal)। অনুব্রত নিজেও একই মামলায় জেলবন্দি। একাধিকবার অসুস্থতার কথা জানিয়ে জামিনের আরজি করেছিলেন সুকন্যা। প্রথমদিকে সুকন্যার হয়ে মামলা লড়ছিলেন অমিত কুমার। পরবর্তীতে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সেই থেকে অনুব্রত কন্যার আইনজীবী কে, তা নিয়ে ধোঁয়াশা। মঙ্গলবার দিল্লি হাই কোর্টে ছিল সুকন্যার জামিন মামলার শুনানি। এদিনও দেখা গেল না তাঁর আইনজীবীকে।

[আরও পড়ুন: দত্তপুকুরের সেই গ্রাম যেন জতুগৃহ! বিস্ফোরণস্থলের ৫০ মিটার দূরে বাজি ঠাসা আরও গুদামের হদিশ]

প্রসঙ্গত, সুকন্যার হয়ে কে মামলা লড়ছেন, তা কার্যত সকলেরই অজানা। এমনকী অনুব্রত মণ্ডলও জানেন না কে লড়ছেন তাঁর মেয়ের মামলা। এমনকী এ বিষয়ে অনুব্রতর আইনজীবীরাও কিছু জানেন না বলেই খবর।

[আরও পড়ুন: জমি বিবাদের জেরে শুটআউট, প্রতিবেশীকে খুনের ঘটনায় চাঞ্চল্য চাঁচলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement