shono
Advertisement
Sunil Gavaskar

গম্ভীরের পা চাটার মানসিকতা দেখাচ্ছেন! ক্রিকেট বিশেষজ্ঞদের একহাত গাভাসকরের

কেন এমন কথা লিটল মাস্টারের মুখে?
Published By: Anwesha AdhikaryPosted: 05:20 PM Oct 07, 2024Updated: 05:20 PM Oct 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই গৌতম গম্ভীরের 'পা চাটছেন'! বিস্ফোরক দাবি করলেন সুনীল গাভাসকর। কিংবদন্তি ক্রিকেটারের কথায়, মাত্র দুমাস হল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। এত কম সময়ের মধ্যে ভারতীয় দলের খেলার ভঙ্গি মোটেও পালটে দিতে পারেন না তিনি। নিজের কলাম লিখতে গিয়ে গাভাসকর সাফ বলেন, সর্বোচ্চ পর্যায়ের পা চাটার মানসিকতা দেখাচ্ছেন অনেকে।

Advertisement

কেন এমন কথা লিটল মাস্টারের মুখে? তার নেপথ্যে রয়েছে ভারতীয় দলের মারকুটে ব্যাটিং। মাত্র আড়াই দিন সময় পেয়েও বাংলাদেশকে দুরমুশ করে টেস্ট জিতে নিয়েছে রোহিত ব্রিগেড। সেখানে একেবারে টি-২০র মেজাজে ব্যাট করেন যশস্বী জয়সওয়ালরা। তার পর থেকেই একাধিক প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞরা বলাবলি শুরু করেন, ইংল্যান্ডের 'বাজবলের' মতোই এবার ভারতের 'গামবল'। কোচ গম্ভীরের নাম অনুযায়ী 'গামবল' নাম দেন অনেকে। এই কারণেই চটেছেন গাভাসকর।

নিজের কলামে কিংবদন্তি ক্রিকেটার লেখেন, "ভারতের মাটিতে এমন আগ্রাসী ক্রিকেট মোটেই কার্যকরী নয়। একটা-দুটো ম্যাচে প্রতিপক্ষকে চমকে দিতে পারে বড়জোর। তবে ইংল্যান্ড ক্রিকেটে নজর রাখলে দেখা যাবে, কোচ ব্রেন্ডন ম্যাকালাম এবং অধিনায়ক বেন স্টোকসের হাত ধরে তাদের ব্যাটিংয়ের মানসিকতা পুরো বদলে গিয়েছে। রোহিত শর্মা বছরদুয়েক ধরে এমন আগ্রাসী ব্যাটিং করছেন। দলকেও উৎসাহ দিচ্ছেন এভাবে ব্যাট করার জন্য।"

গাভাসকরের মতে, "টিম ইন্ডিয়ার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য যদি কাউকে কৃতিত্ব দিতেই হয় তাহলে সেটা রোহিতকে দেওয়া উচিত। কারণ মাত্র দুমাস হল কোচিং শুরু করেছেন গম্ভীর। নিজের ক্রিকেট কেরিয়ারে মোটেও গম্ভীরকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে দেখা যায়নি। তাই ভারতীয় দলের মারকুটে ব্যাটিংকে মোটেই গামবল বলা যায় না।" গামবলের পরিবর্তে নতুন একটা নামও ভেবে ফেলেছেন গাভাসকর। ভারতীয় দলের আগ্রাসী ব্যাটিংকে 'গোহিত' বলতে চান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাত্র আড়াই দিন সময় পেয়েও বাংলাদেশকে দুরমুশ করে টেস্ট জিতে নিয়েছে রোহিত ব্রিগেড। সেখানে একেবারে টি-২০র মেজাজে ব্যাট করেন যশস্বী জয়সওয়ালরা।
  • রোহিত শর্মা বছরদুয়েক ধরে এমন আগ্রাসী ব্যাটিং করছেন। দলকেও উৎসাহ দিচ্ছেন এভাবে ব্যাট করার জন্য।
  • গামবলের পরিবর্তে নতুন একটা নামও ভেবে ফেলেছেন গাভাসকর। ভারতীয় দলের আগ্রাসী ব্যাটিংকে 'গোহিত' বলতে চান তিনি।
Advertisement