সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর সিরিজে ক্রিকেটের গুণগত মান নিয়ে আলোচনা চলে গিয়েছে পিছনের সারিতে। তার পরিবর্তে সামনের সারিতে চলে এসেছে পিচ নিয়ে আলোচনা। প্রথম তিনটি টেস্ট হয়ে যাওয়ার পরেও পিচ নিয়ে আলোচনা আর থামছে না। অস্ট্রেলিয়ার মিডিয়ায় ভারতের পিচ নিয়ে কালি খরচ হচ্ছে প্রচুর। বেশ কয়েকজন প্রাক্তন অজি ক্রিকেটার নাগাড়ে ভারতের পিচ নিয়ে সমালোচনা করে চলেছেন। ভারতীয়দের সততা নিয়ে প্রশ্ন তুলছেন।
‘লিটল মাস্টার’ সুনীল গাভাসকর সব দেখেশুনে বিরক্ত। অজি মিডিয়াকে দুষলেন তিনি। কড়া ভাষায় জানিয়ে দিলেন, ভারতীয়দের সততা নিয়ে যেন প্রশ্ন করা না হয়। গাভাসকরের মতে যে শব্দ ব্যবহার করা হচ্ছে তা মোটেও স্বাস্থ্যকর নয়। বিরক্ত গাভাসকর বলছেন, ”স্টিভ স্মিথ আসলে বলেছে ভারতের মাটিতে খেলতে এবং নেতৃত্ব দিতে ও পছন্দ করে। কারণ এখানে প্রতিটি ডেলিভারিই চ্যালেঞ্জের। যে কোনও পরিস্থিতিতেই ম্যাচ ঘুরে যেতে পারে। বর্তমান অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কেউই এই ব্যাপারে শব্দ খরচ করছেন না। কিন্তু বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার নাগাড়ে বলে চলেছেন। যা অত্যন্ত বিরক্তিকর। এটা মাথায় রাখতে হবে ভারত ও অস্ট্রেলিয়ার মৈত্রীর ৭৫ বর্ষে পা রেখেছি আমরা। এরকম পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা এমন কোনও শব্দ ব্যবহার করতে পারেন না, যা রুচিহীনতার পরিচয় দেয়।”
[আরও পড়ুন: ডিএ ধর্মঘট রুখতে আরও কড়া নবান্ন, চার বেলা হাজিরা খাতায় সইয়ের নির্দেশ]
পিচের চরিত্র যেমনই হোক না কেন, একই পিচে খেলছে দুটো দলই। পিচ দুটো দলের খেলোয়াড়দের জন্যই এক। গাভাসকর বলছেন, ”পিচ সবার জন্যই এক। বিদেশ থেকে যখন এখানে খেলতে আসছ, তখন এটা মেনে নিতেই হবে ঘরের মাঠের মতো পিচ এখানে পাওয়া যাবে না। ভারতীয়দের সততা নিয়ে প্রশ্ন তোলা কখনওই উচিত নয়। এমন কিছু শব্দ প্রয়োগ করা উচিত নয়, যা ভারতীয়দের সততা নিয়ে প্রশ্ন তোলে। সততা কোনও দেশেরই একচেটিয়া ব্যাপার হতে পারে না। আমি অত্যন্ত গর্বিত একজন ভারতীয়। কেউ যদি ভারতীয়দের এবং আমার সম্পর্কে সংশয় প্রকাশ করেন, তাহলে আমার মন যা চাইবে, সেটাই বলবো।”