shono
Advertisement

কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই

কন্ডোম বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সানি লিওনকে৷ কিন্তু যেভাবে দেখা যাচ্ছে তা মহিলাদের কাছে রীতিমতো অস্বস্তিকর৷ এই দাবিতেই সরব হল এক মহিলা সংগঠন৷ The post কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই appeared first on Sangbad Pratidin.
Posted: 02:01 PM Mar 01, 2017Updated: 08:34 AM Mar 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্ডোম বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সানি লিওনকে৷ কিন্তু যেভাবে দেখা যাচ্ছে তা মহিলাদের কাছে রীতিমতো অস্বস্তিকর৷ এই দাবিতেই সরব হল এক মহিলা সংগঠন৷ গোয়ার মহিলা কমিশনের কাছে তারা এই মর্মে একটি পিটিশনও দাখিল করেছেন৷

Advertisement

পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

এক কন্ডোম প্রস্তুকারক সংস্থার বিজ্ঞাপনে বেশ কিছুদিন হল সানি লিওনকে দেখা যায়৷ বিভিন্ন মিডিয়া থেকে শুরু থেকেই প্রকাশ্যে সেই বিজ্ঞাপন প্রদর্শিত হয়৷ কিন্তু একজন মহিলাকে সেখানে যেভাবে তাতে দেখানো হয়েছে, তাতে অস্বস্তিতে পড়েন আর পাঁচজন মহিলা৷ কারণ কন্ডোমের থেকেও নারীশরীরকেই এখানে পণ্য করে তোলা হয়েছে৷ বেশ কিছু মহিলা এই অভিযোগ জানানোর পরই সরব হয়েছে রণরাগিনী নামে এক মহিলা সংগঠন৷ হিন্দু জনজাগ্রুতি সমিতির শাখা সংগঠন এটি৷ তাদের দাবি, বিজ্ঞাপন হিসেবে যে দৃশ্য দেখানো হয় তা রীতিমতো কুৎসিত৷

কয়েকটি সায়ানাইড ক্যাপসুলই পাল্টে দিয়েছিল ভারতের ইতিহাস!

জন্মনিরোধক বড়ির বিজ্ঞাপনে যেভাবে মহিলা মডেলদের ব্যবহার করা হয় তাতেও আপত্তি জানিয়েছে সংগঠনটি৷ গোয়া রাজ্য মহিলা কমিশনের কাছে এই মর্মে একটি পিটিশন দাখিল করেছে সংগঠনটি৷ এই ব্যাপারেই পরে একটি নোটিস জারি করে কমিশন৷ তবে এখনই বিজ্ঞাপন থেকে সানিকে সরতে হচ্ছে কিনা, তা স্পষ্ট নয়৷

আধার ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা

 

The post কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement