সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্ডোম বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সানি লিওনকে৷ কিন্তু যেভাবে দেখা যাচ্ছে তা মহিলাদের কাছে রীতিমতো অস্বস্তিকর৷ এই দাবিতেই সরব হল এক মহিলা সংগঠন৷ গোয়ার মহিলা কমিশনের কাছে তারা এই মর্মে একটি পিটিশনও দাখিল করেছেন৷
পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা
এক কন্ডোম প্রস্তুকারক সংস্থার বিজ্ঞাপনে বেশ কিছুদিন হল সানি লিওনকে দেখা যায়৷ বিভিন্ন মিডিয়া থেকে শুরু থেকেই প্রকাশ্যে সেই বিজ্ঞাপন প্রদর্শিত হয়৷ কিন্তু একজন মহিলাকে সেখানে যেভাবে তাতে দেখানো হয়েছে, তাতে অস্বস্তিতে পড়েন আর পাঁচজন মহিলা৷ কারণ কন্ডোমের থেকেও নারীশরীরকেই এখানে পণ্য করে তোলা হয়েছে৷ বেশ কিছু মহিলা এই অভিযোগ জানানোর পরই সরব হয়েছে রণরাগিনী নামে এক মহিলা সংগঠন৷ হিন্দু জনজাগ্রুতি সমিতির শাখা সংগঠন এটি৷ তাদের দাবি, বিজ্ঞাপন হিসেবে যে দৃশ্য দেখানো হয় তা রীতিমতো কুৎসিত৷
কয়েকটি সায়ানাইড ক্যাপসুলই পাল্টে দিয়েছিল ভারতের ইতিহাস!
জন্মনিরোধক বড়ির বিজ্ঞাপনে যেভাবে মহিলা মডেলদের ব্যবহার করা হয় তাতেও আপত্তি জানিয়েছে সংগঠনটি৷ গোয়া রাজ্য মহিলা কমিশনের কাছে এই মর্মে একটি পিটিশন দাখিল করেছে সংগঠনটি৷ এই ব্যাপারেই পরে একটি নোটিস জারি করে কমিশন৷ তবে এখনই বিজ্ঞাপন থেকে সানিকে সরতে হচ্ছে কিনা, তা স্পষ্ট নয়৷
আধার ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা
The post কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই appeared first on Sangbad Pratidin.