shono
Advertisement

অপসারিত অলোক ভার্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা পড়ল তদন্ত রিপোর্ট

আরও পিছোল শুনানি৷ The post অপসারিত অলোক ভার্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা পড়ল তদন্ত রিপোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 02:25 PM Nov 12, 2018Updated: 02:25 PM Nov 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও পিছোল অলোক ভার্মার মামলার শুনানি৷ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের রিপোর্ট দেরিতে জমা পড়ায় শুনানির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত শীর্ষ আদালতের৷ আগামী শুক্রবার মামলার শুনানির দিন ধার্য হয়েছে বলে জানা গিয়েছে৷

Advertisement

[এবার এ রাজ্যের নাম বদলের প্রস্তাবও খতিয়ে দেখার সিদ্ধান্ত কেন্দ্রের]

আদালত সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অপসারিত সিবিআই প্রধান অলোক ভার্মার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দেয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন৷ কিন্তু, রবিবার এই রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি৷ সোমবার আদালত শুরু হতেই সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের তরফে রিপোর্ট পেশ করা হয়৷ দেরিতে রিপোর্ট জমা দেওয়ার জন্য সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত৷ রিপোর্ট খতিয়ে না দেখে আদালত কোনওভাবেই গুরুত্বপূর্ণ মামলার শুনানি করবে না বলে জানিয়ে দেওয়া হয়৷ একইসঙ্গে মামলার শুনানি পিছিয়ে শুক্রবার হবে বলে ঘোষণা করা হয়৷ সিবিআইয়ের অন্তর্বর্তী প্রধান পদে বসা নাগেশ্বর রাও পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলেও আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়৷ এমনকী, অন্তর্বর্তী প্রধান পদে বসে নাগেশ্বর রাও যে আধিকারিকদের বদলি করেছেন, তাঁদের একটি তালিকা চেয়ে পাঠানো হয়েছে আদালতের তরফে৷

[গ্রাহক সুবিধার্থে পদক্ষেপ, বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই মিলবে রান্নার গ্যাস]

গত ২৪ অক্টোবর, ‘অপসারণ’-কে চ্যালেঞ্জ ছুড়ে সুপ্রিম কোর্টে মামলা ঠোকেন অলোক ভার্মা৷ অলোক ভার্মার আইনজীবীদের দাবি, সিবিআই ডিরেক্টরের অপসারণ এই মুহূর্তে অনৈতিক। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার তদন্তের ক্ষতি হবে। তাছাড়া ভার্মার কার্যকাল আর মাত্র ২ মাস। তাই এই অবস্থায় তাঁকে আইনি পথে অপসারণ করা সম্ভব নয়। ভার্মার আইনজীবীর অভিযোগ, “দেশের সর্বোচ্চ স্বশাসিত সংস্থার স্বয়ংক্রিয়তায় হস্তক্ষেপ করছে কেন্দ্র। কিছু কিছু তদন্তের গতিপ্রকৃতি এমন দিকে এগোচ্ছিল যা সরকারের পক্ষে সুখকর ছিল না।” এরপর আরও বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তিনি বলেন, মাঝে মাঝে কেন্দ্রের রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার সরাসরি লিখিতভাবে কোনও নির্দেশ দেয় না। কিন্তু এমন পরিস্থিতি তৈরি করে যা মানতে বাধ্য হয় সিবিআই। এই পরিস্থিতির মোকাবিলা করা খুব কঠিন কাজ।”

The post অপসারিত অলোক ভার্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা পড়ল তদন্ত রিপোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement