সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের (Kerala) এক আইনজীবীর আজব আবেদনে বেজায় বিরক্ত হল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধিন বেঞ্চ মন্তব্য করল, আবেদনকারী দেশের শীর্ষ আদালতকে পোস্ট অফিসে পরিণত করেছেন। কী এমন আবেদন করেছিলেন ওই আইনজীবী?
বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) তাঁর জেলায় থামতে হবে, এই ছিল কেরলের ৩৯ বছরের আইনজীবীর আরজি। উল্লেখ্য, শুরুতে কেরলের মালাপ্পুরাম জেলার ত্রিরুর স্টেশনে থামার কথা ছিল ওই রুটের বন্দে ভারত ট্রেনের। যদিও বিশেষ কারণে রেল দপ্তর সেই সিদ্ধান্ত বাতিল করে। তার বদলে ৫৬ কিলোমিটার দূরে পাশের জেলার শোরনুর স্টেশনে থামছে অত্যাধুনিক সেমি হাইস্পিড ট্রেন। আবেদনকারীর দাবি, রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। শীর্ষ আদালতে দায়ের করা আবেদনে কেরলের আইনজীবী আরও দাবি করেন, ত্রিরুরের স্টপেজ বাতিল করে মালাপ্পুরামের বাসিন্দাদের বঞ্চিত করা হয়েছে। যা ঘোর অন্যায়। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।