shono
Advertisement

কোহিনুর মামলা এবার সুপ্রিম কোর্টে, কেন্দ্রকে নোটিশ আদালতের

তাহলে কি এবার দেশে ফিরবে অমূল্য এই হিরে? The post কোহিনুর মামলা এবার সুপ্রিম কোর্টে, কেন্দ্রকে নোটিশ আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 PM Nov 12, 2016Updated: 09:43 AM Nov 12, 2016

স্টাফ রিপোর্টার: ‘বাবরনামা’ লিখতে বসে সম্রাট লিখেছিলেন, ‘অর্ধেক দিনে গোটা বিশ্বের যা আয়, শুধুমাত্র সেই হিসাবেই কোহিনুরের মূল্য নির্ধারণ সম্ভব৷’
১৮৪৯ সাল৷ এক নাবালক শিখ মহারাজা দলীপ সিংয়ের কাছ থেকে চুক্তি করে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়াকে সেই হিরে সমর্পণ করেছিলেন ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি৷ কথিত আছে, কোহিনুর কোনও সম্রাটের ক্ষেত্রে দুর্ভাগ্য আর সম্রাজ্ঞীর শিরে শোভা পেলে তাঁর জন্য সৌভাগ্য বয়ে আনবে৷ আইন করে পরে তাই কোনও সম্রাটের এই হিরে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়৷
সেই হিরে নিয়েই শুক্রবার একটি জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট৷
কোহিনুর ভারতেরই সম্পত্তি৷ এই দাবিতে নতুন করে তাকে ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি করে হেরিটেজ বেঙ্গল৷ শুক্রবার তার শুনানিতে মামলাটি গ্রহণ করে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি টি এস ঠাকুর জানিয়েছেন, এই হিরে আদপে কাদের সম্পত্তি তা নিয়ে সব পক্ষের বক্তব্য আদালত শুনবে৷ তার জন্য ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে কেন্দ্রকে৷ দেড় মাস বাদে এই নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট৷
কোনও হিরেরও সর্বোচ্চ খোয়াহিশ কোহিনুর৷ পার্সি নামের এই উচ্চারণেই রয়েছে আলোর ঝলকানি৷ যা নিয়ে সুপ্রিম কোর্টে দাখিল করা মামলার শুনানির মধ্য দিয়ে নতুন করে তাকে পাওয়ার আশা জাগল৷ কোহিনুরের মতো বিষয় বলেই, প্রয়োজনে তাকে নিয়ে আন্তর্জাতিক আদালতে শীর্ষ পর্যায়ের কূটনৈতিক আলোচনা পর্যন্ত হতে পারে৷
বেঙ্গল হেরিটেজের পর তার চিফ প্যাট্রন হিসাবে এর দ্বিতীয় মামলাকারী তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক বিশিষ্ট আইনজীবী সুখেন্দুশেখর রায়৷ এদিনের শুনানি নিয়ে দিল্লি থেকে ফোনে তিনি জানান, “অন্তত ১০ বছরের গবেষণার পর এমন বিষয় নিয়ে মামলা করা হয়েছে৷ কোহিনুর যে আমাদের দেশের সম্পত্তি, তা নিয়ে সবরকম আলোচনা চেয়েই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি৷” তিনি আরও তথ্য দিচ্ছেন, “রাজা দলীপ সিংয়ের সঙ্গে যখন এই চুক্তি হল, তখন তাঁর মাত্র ৯ বছর বয়স৷ কোনও নাবালক রাজার সঙ্গে এমন চুক্তি হতে পারে না৷ তা ছাড়া সেই চুক্তিতেই রয়েছে রাজবংশের সম্পত্তি বাজেয়াপ্ত করে হিরে সমর্পণের কথা৷ তাই তা কোনওভাবেই ব্রিটিশ সম্পত্তি নয়৷” এর আগে রাজ্যসভাতেও বিষয়টি আলোচনার জন্য উত্থাপন করেন রাজ্যসভার মুখ্য সচেতক৷
এই মামলার সপক্ষে একাধিক তথ্য-প্রমাণ ইতিমধ্যে দাখিল করা হয়েছে৷ ১৮৪৯ সালে মহারাজা দলীপ সিংয়ের সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের হওয়া চুক্তি, বাবরনামা-সহ একাধিক ঐতিহাসিক তথ্যে কোহিনুরের ভারতীয় সম্পত্তি হওয়ার উল্লেখ, ১৯৭০ সালে রাষ্ট্রপুঞ্জের কনভেনশনে তার উল্লেখকেও তথ্য-প্রমাণ হিসাবে দাখিল করা হয়েছে৷ সঙ্গে দাখিল করা হয়েছে কোহিনুর সংক্রান্ত অন্তত ১০০ বছরের পুরনো একাধিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন৷ সুখেন্দুশেখরবাবুর বক্তব্য, “দেশের সম্পত্তি আমরা ফেরত চাই৷ তার জন্য যাবতীয় উদ্যোগ নিক কেন্দ্রীয় সরকার৷”
কোহিনুরের ইতিহাসে কথিত আছে, দক্ষিণ ভারতের ওয়ারাঙ্গেলের কাকতীয় রাজবংশের কুলদেবী ভদ্রকালীর একটি চোখের মণি ছিল এই হীরে৷ ১৩২৩ খ্রিস্টাব্দে জিয়াত-আল-দিন-তুঘলক সেই রাজাদের হারিয়ে সমস্ত সম্পত্তি দখল করে নেন৷ সেখান থেকে মুঘল সাম্রাজ্য থেকে নাদির শাহ হয়ে নানা হাত ঘুরে মণি এসে পৌঁছয় শিখ সম্রাটদের হাতে৷ শেষপর্যন্ত হিরেটিকে সম্রাট রঞ্জিত সিং পুরীর মন্দিরে দান করে দেবেন বলে মনস্থির করেন৷ দানপত্রও করেন৷ সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই সেটি চলে যায় ব্রিটিশ খাজনায়৷

Advertisement

The post কোহিনুর মামলা এবার সুপ্রিম কোর্টে, কেন্দ্রকে নোটিশ আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement