shono
Advertisement

বন্যাত্রাণে সাহায্য করলেই মিলছে জামিন, অভিনব নিদান সিউড়ি আদালতের

কোন কোন ক্ষেত্রে মিলছে এই সুবিধা? The post বন্যাত্রাণে সাহায্য করলেই মিলছে জামিন, অভিনব নিদান সিউড়ি আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:54 PM Aug 31, 2018Updated: 07:24 PM Aug 31, 2018

নন্দন দত্ত, সিউড়ি: বহুদিন ধরে আদালতে মামলা চলছে? জামিন মিলছে না? মামলা সিউড়ি আদালতে চললে মক্কেলকে কেরলের বন্যাত্রাণে দান করার পরামর্শ দিতেই পারেন। তাতে সহজেই জামিন মিলবে। এভাবেই জামিন পাওয়া সহজ হচ্ছে সিউড়ির নিম্ন আদালতে।

Advertisement

সামাজিক প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সহায়তা দান করেই এমন জামিন মিলেছে সিউড়ি মুখ্য বিচার বিভাগীয় আদালতে। অভিযুক্তরা স্বেচ্ছায় এই সব প্রতিষ্ঠানগুলির পাশে দাঁড়াতে পেরে একদিকে যেমন খুশি হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলি আর্থিক সহায়তা পেয়ে আরও ভাল কাজ করতে পারছে বলে জানান। গত এক মাসে সিউড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানকে এভাবে ৮ লক্ষ ৭০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক বিশ্বনাথ প্রামাণিক। আইনজীবীরা জানান, এমন ন্যায়পূর্ণ বিচারের জোরেই সমাজসেবী প্রতিষ্ঠানগুলি নিজেদের কাজের পরিধি বাড়াচ্ছে। সিউড়ি বার এসোসিয়েশনের সভাপতি গৌরহরিচন্দ্র বলেন, ‘বিচারকদের এমন ক্ষমতা আছে। এতে সামাজিক প্রতিষ্ঠানগুলি আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয়। অভিযুক্তরা ভাল কাজে টাকা দিয়ে জামিন পাওয়ায় তাঁরাও খুশি।’

[আতঙ্কে মানিকচক, আমডাঙাকাণ্ডে পুলিশ কর্তাকে বদলির নির্দেশ]

জি আর ৯৭১/১৮, জি আর ৮১৮, ২৬, ২২ নম্বর মামলাগুলিতে জামিন পেয়েছে অভিযুক্তরা। গৌতম মণ্ডল, ওয়াজুল শেখ, আনোয়ার শেখ, রোহিত শেখরা এইসব মামলায় অভিযুক্ত ছিল। যাদের বিরুদ্ধে ২২৯, ৪১১ ও ২১ খনি আইনে অভিযোগ আনা হয়েছিল। বালি পাচারের অভিযোগ রুজু করেছিল পুলিশ। সিউড়ি বার এসোশিয়েশনের সহ-সম্পাদক তথা আইনজীবী রাফেউল হক বলেন, এইসব মামলায় অভিযুক্তদের বালি বিক্রির বৈধ কাগজ থেকে চালান সবই ছিল। অথচ পুলিশ তাদের মিথ্যা মামলায় অভিযুক্ত করেছিল। তিনি দাবি করেন, ‘বালির চালান যাচাই করার বা মামলা করার অধিকার ভূমি দপ্তরের। বিচারক তাই এইসব মামালার উদ্দেশ্য অনুমান করে তাদের জামিন দিয়েছেন। অভিযুক্তরা জামিন পেয়ে স্বেচ্ছায় সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।’

[আরশোলার ভয়ে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরীর]

বালি ব্যবসায়ী গৌতম মণ্ডল বলেন, ‘আমরা সামাজিক ক্ষেত্রে দান করি। পুলিশের হয়রানি থেকে বিচারক আমাদের মুক্তি দেওয়ায় আমি স্বেচ্ছায় আশা হোমে আর্থিক সহায়তা করার কথা বলেছি।’ আদালত সূত্রে জানা গিয়েছে, গত একমাসে ভারত সেবাশ্রম সংঘ, মূক ও বধির বিদ্যালয়, আশা সরকারি হোম, রেড ক্রস সোসাইটি, আইনি পরিষেবা কেন্দ্র, সিউড়ি বার অ্যাসোশিয়েশনকে আর্থিক সহায়তার নির্দেশ দিয়েছেন বিচারক বিশ্বনাথ প্রামাণিক। কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে টাকা দিলেই কি অভিযুক্তদের জামিন হবে? আদালত চত্বরে আইনজীবীরা জানান, সব অভিযোগের তো এক বিচার হয় না। তবে পুলিশি হয়রানি বন্ধে এটা সঠিক পদক্ষেপ। তাছাড়া বিচারক পারিপার্শ্বিক সবদিক বিবেচনা করেই রায় দেন। আইনজীবী মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিচারক তার নির্দেশে এমনভাবে উল্লেখ করছেন যাতে আমাদের মাধ্যমে মক্কেল এই সামাজিক ক্ষেত্রে দান করছেন। এতে সবদিকই বাঁচছে। তাতে দ্রুত ও সঠিক বিচার হচ্ছে। আবার প্রতিষ্ঠানগুলি স্বাবলম্বী হচ্ছে।’

[গেম খেলতে বাধা বাবার, হাতের শিরা কেটে আশঙ্কাজনক মোমোয় আসক্ত কিশোরী]

The post বন্যাত্রাণে সাহায্য করলেই মিলছে জামিন, অভিনব নিদান সিউড়ি আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement