সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি অর্থবর্ষ শেষ হওয়ার মুখে। প্রত্যেকবারের মতোই এবারও বেতন বৃদ্ধির আশা চাকরিজীবীদের। কিন্তু তাঁদের মুখে হাসি ফোটাতে পারবে না সাম্প্রতিক সমীক্ষা। রিপোর্টে দেখা যাচ্ছে, গত তিন বছরে সর্বনিম্ন হবে বেতন বৃদ্ধির হার।
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে বেতন বৃদ্ধির (Salary Hike) গড় হার ৯.৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৯.৭ শতাংশ। আওন নামে একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। ৪৫ ক্ষেত্রের ১৪১৪টি সংস্থার উপর সমীক্ষা চালিয়েছে সংস্থাটি। আরও জানা গিয়েছে, ৭৫ শতাংশ সংস্থাই তাদের কর্মীদের বেতন ৯ শতাংশ বা তার বেশি বাড়িয়ে দেবে।
[আরও পড়ুন: আমেরিকার নাইট ক্লাবে ঢুকতে বাধা, বাইরে ঠান্ডায় জমে মৃত ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া]
কোন ক্ষেত্রের কর্মীরা সব থেকে বেশি লাভবান হবেন? বিশেষজ্ঞদের মতে, আগামী অর্থবর্ষে সবচেয়ে বেশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ইঞ্জিনিয়ারিং কর্মীদের। সেই সঙ্গে ম্যানুফ্যাকচার এবং নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থায় কর্মরতদেরও বেতন গড় হারের চেয়ে বেশি বাড়বে। অন্তত ১০ শতাংশ বাড়তে পারে এই ক্ষেত্রের কর্মীদের বেতন। কিন্তু প্রযুক্তি, ই-কমার্স, রিটেলের মতো ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার খুবই কম থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সেই সঙ্গে সমীক্ষার রিপোর্ট বলছে, নিজেদের সেরা কর্মীদের ধরে রাখতে সচেষ্ট হবে সংস্থাগুলো। সেক্ষেত্রে দেড়গুণ বেশি বেতন পেতে পারেন দক্ষ কর্মীরা। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, বেতন বৃদ্ধির হার কম হলেও কর্মীদের সামগ্রিকভাবে খুব একটা ক্ষতির মুখে পড়তে হবে না। কারণ গত বছরের তুলনায় আগামী অর্থবর্ষে (Financial Year) মূল্যবৃদ্ধির হার অনেকটা কম থাকবে বলে অন্তর্বর্তীকালীন বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।