সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুদ্ধদেব ভট্টাচার্যের পর সূর্যকান্ত মিশ্র। অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক। বুধবার সকালে বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল আছেন তিনি।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুকের বামদিকে ব্যথা হচ্ছিল সূর্য মিশ্র। তিনি পেশায় চিকিৎসক। তাই বিষয়টির গুরুত্ব বুঝতে দেরি হয়নি তাঁর। রাত কাটিয়ে বুধবার ভোরে তড়িঘড়ি চিকিৎসককে বাড়িতে ডাকেন। তাঁর পরামর্শেই হাসপাতালে ভরতি হওয়ার সিদ্ধান্ত নেন বাম নেতা। সরকারি সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালের আউটডোরে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট করান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। চেক আপের পর তাঁকে ভরতি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
[আরও পড়ুন: অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির]
বামনেতার চিকিৎসায় ডা: সরোজ মণ্ডল, ডা; সৌমিত্র ঘোষ-সহ পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। জানা গিয়েছে, মায়োকার্ডিয়াক সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে ধূমপান করলে এধরনের সমস্যা দেখা যায়। আপাতত সূর্য মিশ্রর একাধিক রক্তপরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, কিছুদিন আগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।