shono
Advertisement
Sutirtha Mukherjee

ন্যাশনাল র‌্যাঙ্কিং টিটিতে বাংলার জয়জয়কার, সোনা জিতলেন সুতীর্থা-অঙ্কুর

এশিয়ান টেবল টেনিস চ‌্যাম্পিয়নশিপের ডাবলসে ব্রোঞ্জ জিতে দিনকয়েক আগেই ইতিহাস গড়েছিলেন সুতীর্থা।
Published By: Anwesha AdhikaryPosted: 09:33 PM Oct 21, 2024Updated: 09:33 PM Oct 21, 2024

শিলাজিৎ সরকার: এশিয়ান টেবল টেনিস চ‌্যাম্পিয়নশিপের ডাবলসে ব্রোঞ্জ জিতে দিনকয়েক আগেই ইতিহাস গড়েছিলেন। এবার ফের সাফল্য এল বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়ের ঝুলিতে। সোমবার মারগাঁওয় ন্যাশনাল র‍্যাঙ্কিং টিটিতে সোনা জিতলেন তিনি। সুতীর্থার পাশাপাশি পুরুষদের সিঙ্গলসেও সোনা জিতেছেন এক বাঙালি। উদীয়মান টিটি তারকা অঙ্কুর ভট্টাচার্য জিতে নিলেন সোনার পদক।

Advertisement

দিনকয়েক আগে এশিয়ান টেবল টেনিস চ‌্যাম্পিয়নশিপে প্রথমবার ভারতের মহিলা জুটি ঐহিকা মুখোপাধ‌্যায় এবং সুতীর্থা মুখোপাধ‌্যায় দেশকে ব্রোঞ্জ পদক এনে দেন। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার দলগতভাবে ভারতের মহিলা দল ব্রোঞ্জ পদক জয়ী হয়। সেই সাফল্যের রেশ ধরে রেখেই ন্যাশনাল র‍্যাঙ্কিং টিটিতে নেমেছিলেন সুতীর্থা। একের পর এক রাউন্ড টপকে ফাইনালে তিনি মুখোমুখি হন যশস্বিনী ঘোরপাড়ের। ফাইনালে ৪-২ ফলে জিতে যান সুতীর্থা। মাঝে দুই গেমে পিছিয়ে পড়লেও দুরন্ত কামব্যাক করেন তিনি।

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলস বিভাগের ফাইনালে পৌঁছন বাংলার তরুণ টিটি তারকা অঙ্কুর ভট্টাচার্য। এবারের ন্যাশনাল র‍্যাঙ্কিং টিটির শুরুর দিকেই একের পর এক তারকা টিটি খেলোয়াড় হেরে গিয়েছিলেন। তাই ফাইনালে দেখা গিয়েছিল একেবারে তরুণ দুই মুখকে। ফাইনালে বাংলার অঙ্কুরের ম্যাচ ছিল রনিত ভঞ্জর বিরুদ্ধে। কার্যত একপেশে ফাইনালে প্রতিপক্ষকে উড়িয়ে দেন অঙ্কুর। ৩-১ ফলে জিতে সোনার পদক পেলেন বাংলার তারকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনকয়েক আগে এশিয়ান টেবল টেনিস চ‌্যাম্পিয়নশিপে প্রথমবার ভারতের মহিলা জুটি ঐহিকা মুখোপাধ‌্যায় এবং সুতীর্থা মুখোপাধ‌্যায় দেশকে ব্রোঞ্জ পদক এনে দেন।
  • ফাইনালে ৪-২ ফলে জিতে যান সুতীর্থা। মাঝে দুই গেমে পিছিয়ে পড়লেও দুরন্ত কামব্যাক করেন তিনি।
  • ফাইনালে বাংলার অঙ্কুরের ম্যাচ ছিল রনিত ভঞ্জর বিরুদ্ধে। কার্যত একপেশে ফাইনালে প্রতিপক্ষকে উড়িয়ে দেন অঙ্কুর।
Advertisement