সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরি করে পঞ্চায়েতে একাধিকজনকে প্রার্থী করেছে তৃণমূল। সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শীঘ্রই একাধিক প্রার্থীর নাম প্রকাশ করবেন বলেও জানিয়েছেন তিনি। পালটা তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানান, কমিশনের কাছে আরটিআই করে পঞ্চায়েত ভোটে সংরক্ষিত আসনগুলোর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য চেয়েছিলেন। মূলত তফশিলি জাতি-উপজাতি, ওবিসি প্রার্থীদের ঠিকানা, স্বামী অথবা বাবার নাম, শংসাপত্র ইস্যু হওয়ার তারিখ জানতে চেয়েচিলেন তিনি। শুভেন্দুর দাবি, তৃণমূলের যে প্রার্থী সংরক্ষিত আসলে লড়েছেন তাঁদের অধিকাংশের সার্টিফিকেটই নাকি নকল।
[আরও পড়ুন: বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া লরির ধাক্কা, প্রাণ গেল চতুর্থ শ্রেণির পড়ুয়ার]
এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যেই একশো জনের তালিকা তাঁর হাতে রয়েছে। আগামী ১৫ দিন ধরে ব্লকে ব্লকে ঘুরে তথ্য সংগ্রহ করবে বিজেপি। আগামী ১৫ দিন ধরে এই কাজ করার পর আগামী পনেরোই আগস্টের পর তালিকা প্রকাশ্যে আনবেন তিনি। শুভেন্দুর এই দাবি ঘিরে শোরগোল রাজ্য-রাজনীতিতে। তবে শুভেন্দুকে পালটা দিতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “ও একটা চোর, চিটিংবাজ। গ্রেপ্তারি এড়াতে দলবদল করেছে। বিজেপিতে আছে। সেখান থেকে যা খুশি তাই বলছে। এটা হয় নাকি!” অর্থাৎ শুভেন্দুর দাবিতে গুরুত্বই দিতে চাননি তিনি।