রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ২০২৪-এ বিজেপিকে রুখতে একজোট হয়েছে বিরোধীরা। আজ অর্থাৎ মঙ্গলবার মেগা বৈঠক। এই বৈঠক নিয়েই এবার শাসকদলকে তোপ শুভেন্দু অধিকারীর। টুইটারে লিখলেন, “বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি!!”
নজরে ২০২৪ এর লোকসভা ভোট। সেই কারণেই একজোট হয়েছেন বিরোধীরা। মোদিকে সরাতে একসঙ্গে লড়াইয়ে বাম-কংগ্রেস-তৃণমূল। আর এই একজোট হওয়া নিয়েই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বাংলায় তৃণমূলের হাতে আক্রান্ত হলেন বাম-কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এত প্রাণ গিয়েছে। বহু মানুষ এত মানুষ আক্রান্ত। আর বেঙ্গালুরুতে দোস্তি! লিখলেন, “বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি !!! কর্মীরা খাবে পেটো, গুলি, রড-লাঠি; আর নেতাদের বরাদ্দ মুচমুচে ফিশ ফ্রাই? কি রাজনীতি রে ভাই!” কটাক্ষ করে আরও লিখলেন, “সিপিএম ও কংগ্রেস কর্মীদের জন্য দুঃখ হচ্ছে। নেতারাই ওদের পিছন থেকে ছুরি মারছেন।” শুভেন্দুর এই আক্রমণের পালটা দিয়েছে শাসকদল। তৃণমূল সাংসদ শান্তনু সেন নিশানা করেছেন শুভেন্দু অধিকারীকে। এ প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগেছেন সুজন চক্রবর্তীও।
[আরও পড়ুন: Abhishek Banerjee: বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে তোপ, মমতার প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!]
এদিকে তৃণমূল ও কংগ্রেসের জোট নিয়ে একেবারেই খুশি নন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। এদিন সকালে টুইটে তিনি লিখেছেন, “আট কংগ্রেস কর্মী তৃণমূলের হাতে খুন হয়েছে পঞ্চায়েত ভোটের আবহে। পুরনো ঘটনায় যাব না, তবে আমরা বাংলার জাতীয় কংগ্রেসের কর্মী, আমরাও আছি।” অর্থাৎ এতেই স্পষ্ট যে, জোট নিয়ে একেবারেই খুশি নয় রাজ্য কংগ্রেস নেতৃত্ব।