shono
Advertisement

ক্ষমতায় এলে এক সপ্তাহে রাজ্য থেকে মোঘল ও ব্রিটিশদের স্মৃতি মুছে দেব, হুঁশিয়ারি শুভেন্দুর

রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনের নাম বদল প্রসঙ্গে এই মন্তব্য করেছেন শুভেন্দু।
Posted: 10:40 AM Jan 29, 2023Updated: 03:08 PM Jan 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনের (Mughal Garden) নামবদল নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন, শুধু মোঘল গার্ডেন নয়। ভারত থেকে মোঘলদের সব স্মৃতি মুছে ফেলা উচিত। শুভেন্দুর (Suvendu Adhikari) হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলে এক সপ্তাহের মধ্যে বাংলা থেকে ব্রিটিশ এবং মোঘলদের সব স্মৃতি মুছে দেওয়া হবে।

Advertisement

শনিবারই দিল্লির রাষ্ট্রপতি ভবনের মোঘল গার্ডেনের নাম বদলের সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সচিব নবিকা গুপ্ত এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে দেশ ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে। তার সঙ্গে সামঞ্চস্য রেখেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এই উদ্যানটির নাম অমৃত উদ্যান রাখছেন। আজ রবিবারই এই সুসজ্জিত অমৃত উদ্যানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। বিরোধীদের অভিযোগ, দেশ থেকে ইসলামিক সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে সরকার।

[আরও পড়ুন: ‘দেশে বিভেদ ছড়ানোর চেষ্টা হচ্ছে’, বিবিসির তথ্যচিত্র নিয়ে বিতর্কের মধ্যেই সতর্ক করলেন মোদি]

যার জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী এক সাক্ষাৎকারে বলেছেন,”মোঘলরা হাজারো হিন্দু মেরেছে। মন্দির ধ্বংস করেছে। তাই ওদের নাম অনুসারে যা যা এদেশে আছে, সব নাম বদলে ফেলা উচিত। শুধু মোগল গার্ডেন নয়, দেশের সব শহর, সব গ্রাম যেখানে যেখানে মোঘলদের নাম আছে, সব মুছে ফেলা উচিত। আমরা বাংলায় ক্ষমতায় এলে এক সপ্তাহের মধ্যে মোঘল এবং ব্রিটিশদের সব স্মৃতি মুছে দেব।” বস্তুত, শুভেন্দু স্পষ্টতই মোঘলদের হিন্দু বিদ্বেষী এবং দেশবিরোধী হিসাবে উল্লেখ করেছেন। বিরোধী দলনেতার এই মন্তব্যে ধর্মীয় বিভাজনের উসকানি দেখছে তৃণমূল (TMC)।

[আরও পড়ুন: ফারুখ ও ওমরের পর রাহুলের পদযাত্রায় মেহবুবা মুফতিও, নয়া রাজনৈতিক সমীকরণ ভূস্বর্গে]

উল্লেখ্য, কলকাতা তথা বাংলায় বহু সৌধ এখনও আছে যা ইসলামিক সংস্কৃতি বা ব্রিটিশ সংস্কৃতির ধারক। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে মুর্শিদাবাদের হাজারদুয়ারি, কী নেই তালিকায়। বিজেপি ক্ষমতায় এলে সে সবকিছুই কি বদলে যাবে? উঠছে সে প্রশ্নও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement