সুদীপ রায়চৌধুরী: তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর সম্ভবত এই প্রথমবার বিজেপির কোর কমিটির বৈঠকে গরহাজির থাকলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার সায়েন্স সিটিতে বিজেপির পঞ্চায়েত প্রার্থী এবং আক্রান্তদের নিয়ে বৈঠক করার পর রাতে নিউটাউনের এক হোটেলে কোর কমিটির বৈঠক করেন নাড্ডা। সেই বৈঠকে গরহাজির ছিলেন শুভেন্দু।
বঙ্গ বিজেপির কোর কমিটির মোট সদস্য সংখ্যা ২৪। শনিবার রাতের বৈঠকে ২৪ জনই আমন্ত্রিত ছিলেন। বিরোধী দলনেতা একা নন, গরহাজির ছিলেন বিজেপির কোর কমিটির আরও ৬ সদস্য। যাঁদের মধ্যে রয়েছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলও। ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, জন বারলা, জ্যোতির্ময় সিং মাহাতো এবং দেবশ্রী চৌধুরী। এই বৈঠক চলে রাত সাড়ে দশটা পর্যন্ত।
[আরও পড়ুন: ‘নিষিদ্ধ’ PFI-কে সমর্থন করে পঞ্চায়েত বোর্ড গঠন বিজেপির! চাপে পড়ে মুখ খুলল গেরুয়া শিবির]
বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর এর আগে কোর কমিটির সব বৈঠকেই যোগ দেন শুভেন্দু। তাঁর মতো ‘প্রভাবশালী নেতা’ কেন হঠাত সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে হওয়া কোর কমিটির বৈঠকে গরহাজির থাকলেন শুভেন্দু? তাও সদলবলে। শুধু তাই নয়, কোলাঘাটে পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতি রাজ বৈঠকেও অনুপস্থিত ছিলেন শুভেন্দু। যেখানে ভারচুয়ারলি উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুভেন্দু কি কোনওরকম বিবাদে জড়িয়ে পড়েছেন?
[আরও পড়ুন: পছন্দের যুবককে বিয়ে করতে চেয়েছিল নাবালিকা ভাগ্নি, ‘অপরাধে’ খুন করলেন মামা!]
যদিও শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে সব জল্পনা উড়িয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন রাহুল সিনহা। তাঁর দাবি,”শুভেন্দু অধিকারী সব বৈঠকেই থাকেন। বিকালেও ছিলেন এবং ভাষণও দিয়েছেন। এই বৈঠকে পৌঁছতে পারেননি। সেটার কারণ জেনে নেব।” তাছাড়া রবিবার বিজেপির বৈঠকে শুভেন্দু থাকবেন বলে জানিয়েছে গেরুয়া শিবির।