সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আপনি আচরি ধর্ম অপরে শেখাও।’ ভারতকে স্বচ্ছ করার লক্ষ্যে স্থির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে এ ভাবনাতেই বিশ্বাস করেন, তা ফের একবার প্রমাণিত। ক্ষমতায় এসেই সংকল্প করেছিলেন ২০১৯ সালের মধ্যে দেশকে পরিচ্ছন্ন করবেন। দেশবাসীকে স্বচ্ছ ভারত অভিযানে শামিল হওয়ার ডাক দিয়েছিলেন। সোমবার গান্ধী জয়ন্তীতে তাঁর সেই স্বচ্ছ ভারত অভিযানের তিন বছর পূর্তি হল। প্রত্যন্ত গ্রামের বাড়িগুলিতে শৌচালয় তৈরি করায় বিশেষ জোর যেমন দিয়েছেন, তেমনই প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ঝাড়ু হাতে পরিবেশ পরিষ্কারে রাস্তায় নেমেছেন অমিতাভ বচ্চন থেকে সমলন খানের মতো তারকারা। আর প্রধানমন্ত্রী যে শুধু মুখেই স্বচ্ছ ভারতের প্রচার করেন না, নিজেও প্রতি মুহূর্তে আশেপাশের এলাকাকে পরিষ্কার রাখতে চান, তার উদাহরণ মিলল দশেরার দিন।
[পংক্তিভোজে ব্রাত্য পরিচারিকা, প্রতিবাদের ডাক নেটদুনিয়ায়]
দশেরা উপলক্ষে রাজধানী দিল্লির রামলীলা ময়দানে হাজির হয়েছিলেন মোদি। সঙ্গে ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। সেখানেই ভগবান রাম ও লক্ষ্মণের পুজো করেন প্রধানমন্ত্রী। পুজোর পর হাত মোছার জন্য তাঁর দিকে এগিয়ে দেওয়া হয় একটি টিস্যু পেপার। হাত মুছে টিস্যুটি না ফেলে নিজের পকেটে রাখতে দেখা যায় মোদিকে। এই দৃশ্যেরই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এবং প্রধানমন্ত্রীর এমন কাজ নেটিজেনদের মন জয় করেছে। অনেকেই ভিডিওটি শেয়ার করে লিখছেন, এভাবে সচেতন হয়ে উঠতে পারলেই স্বচ্ছ হবে ভারত।
জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে মোদি বলছেন, “হাজার হাজার গান্ধীজি আর লক্ষ লক্ষ প্রধানমন্ত্রী মিলেও দেশকে স্বচ্ছ করতে পারবেন না। এই দায়িত্ব প্রতিটি মানুষের। ১২৫ কোটি মানুষই পারেন স্বচ্ছ ভারত অভিযানকে সফল করতে।” আর তারই মধ্যে মোদির এই ভিডিও যেন নতুন করে আম আদমিকে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে গেল।
[মহরমের তাজিয়া বের করে সম্প্রীতির নজির এই হিন্দু পরিবারের]
The post রামলীলা ময়দানে মোদির এই কাজে প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী appeared first on Sangbad Pratidin.